রাজশাহী কলেজের ছাত্রীবাস উল্টে তিন শিক্ষার্থী নিহত ! আর কত অবহেলা ?

মীর আশরাফ আলী
Published : 8 Dec 2014, 04:18 AM
Updated : 8 Dec 2014, 04:18 AM

আমাদের দেশের সেরা ঐতিহ্যবাহী কলেজ রাজশাহী কলেজ, যেই কলেজ থেকেই বাংলাদেশে প্রথম অনার্স এবং মাষ্টার্স
এর সার্টিফিকেট  দেওয়া হয়। এই কলেজে বর্তমান প্রধানমএীর হাজবেন্ট,সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান,পশ্চিম বঙ্গের (সা:) মুখ্য মন্ত্রী জুতি বসু সহো  আরো অনেক নামিদামি লোকেরা লিখাপড়া করে গেছেন! বর্তমানে এই কলেজে পড়েন ৩০ হাজারেরও বেশী ছাত্র ছাত্রী  তাদের যাতায়াতের জন্য রয়েছে মাএ ৮  টি ভাড়াকরা কলেজ বাস যেটা ছাত্র ছাত্রীর তুলনায় কিছুয় নয়।একবাসে উটতে হয় তিনবাসের সমান মানুষ! অথচ এই কলেজে প্রাই প্রতেকটা ডিপারমেন্ট কয়েকটা করে বাস কিনার ক্ষমতা  রাখে !  আর  আর একটা কথা অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন একটি কিছু ছিড়ে গেলে মিডিয়ার হাটবাজার লেগেজায় কিন্তু আজকের এ ঘঠোনার জন্য মিডিয়ার তেমন কোন ভূমিকাই নেই। কিছুকিছু  টিভি তে  রিপোর্ট হচ্ছে রাজশাহী তে ২টি বাসে সংঘর্ষে ৩ কলেজ ছাত্রী নিহত ।  কিন্তু  বাস টি তো ছিল রাজশাহী কলেজের ছাত্রীদের বাস সেটা ও উল্লেখ হলনা ! অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কেউ মরলে ৫ দিন ধরে মিডিয়া রিপোর্ট করে আর আমারা   জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী রা কি ছাত্র ছাত্রী না ? আমারা কি দেশের উন্নয়নে কাজ করি না ?
এই অপমৃত্যুর দায় কার….?

প্রশ্ন রইলো সবার কাছে….
এক ভাইয়ের, যে আর বলবেনা আপু
আজ ভালো লাগছে না ভাত খাইয়ে দে না রে তোর হাতে আপু..!

এক মায়ের যে আর পথ চেয়ে রইবে
না বাড়ি ফেরার…!

এ দায় কার….?!