চলুন যাই শাহবাগ: এ যেন নতুন তাহরির স্কয়ার

পলাশ বসু২২৩৩
Published : 6 Feb 2013, 04:43 AM
Updated : 6 Feb 2013, 04:43 AM

রাত গভীর। বাসাবাড়িতে দিনের কাজ শেষে মানুষ ঘুমাতে যাচ্ছে।কিন্তু ঠিকঠাক ঘুম হবে তা কি হলফ করে কেউ বলতে পারবে? কারণ,আজ যে অপ্রত্যাশিত রায় আমরা প্রত্যক্ষ করলাম তাতে কি শান্তিতে ঘুমানো যাবে? অসম্ভব এক কষ্টের দিন আজ; আমাদের জন্য,এ দেশের জন্য যারা অকাতরে জীবন দিয়ে গেছেন,যারা জীবন কে হাতের মুঠোয় নিয়ে রনাঙ্গনে যুদ্ধ করেছেন তাদের কে আমরা
কি জবাব দেব এখন? সত্যিই কি তাদের কাছে জবাব দেওয়ার আর কিছু আছে? তবে আশার কথা হছ্ছে মুক্তমনের মানুষেরা আজ থেকে শাহবাগ এ অবস্থান নিয়েছেন রাজাকারদের ফঁাসির দাবীতে। তাদের চোখে ঘুম নেই।চোখে আছে অনাগত স্বপ্ন। আসুন আমরাও এ নতুন তাহরির স্কয়ারে একাত্ম হয়ে আমাদের লালিত স্বপ্ন ও প্রত্যাশার বাস্তবায়নে সহযোগিতা করি ।

তাই আর দোনোমনা নয়, চলুন অনলাইন ব্লগারদের ডাকে সাড়া দিয়ে আগামীকাল সকালে যার যার মতো করে শাহবাগে উপস্থিত হয়ে যুদ্ধাপরাধীদের সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিতকল্পে অবস্থান করি এবং জনগনকে এ দাবীতে সচ্চোর করে তুলতে ভূমিকা রাখি। একজন মুক্তমনের,দেশপ্রেমিক ব্লগার হিসেবে শুধু লিখে নয়: রাজপথে সক্রিয় থেকে নিজের দায়িত্বপূর্ন ভূমিকা নিশ্চিত করি।