শাহবাগ: চেতনায় অনুরণন এবং জনতার বিস্ফোরণ

পলাশ বসু২২৩৩
Published : 6 Feb 2013, 10:46 AM
Updated : 6 Feb 2013, 10:46 AM

হাজারো প্রতিবাদী, বিক্ষুব্ধ মানুষের ঢল শাহবাগ স্কয়ারে।একটাই দাবী যুদ্ধাপরাধীদের ফাঁসি। কণ্ঠে শ্লোগান "তোমার আমার ঠিকানা, পদ্মা,মেঘনা,যমুনা";
"আমাদের ধমনীতে শহীদের রক্ত, সেই রক্ত কোনদিনও পরাভব মানে না"; পক্ষ নিলে রক্ষা নাই, রাজাকারের ফাঁসি চাই"; "রাজাকারের দালালেরা, হুশিয়ার সাবধান" ইত্যাদি। সেই সাথে প্রতিবাদী গান,কবিতা,বক্তব্য।

এখানে সকাল থেকেই বিক্ষুব্ধ মানুষের প্রতিবাদী সমাবেশে এসেছেন আবেদ খান, নাসিরউদ্দিন ইউসুফ, ৭১ এর গেরিলা মামা বাহিনীর প্রধান, রোবায়েত ফেরদৌস, অঞ্জন রায় সহ অসংখ্য সামাজিক,রাজনৈতিক,সাংস্কৃতিক সংগঠন এর নেতৃবৃন্দ,কর্মী, সমর্থক সহ সাধারন মানুষ। আসুন একত্রিত হয়ে এ প্রতিবাদী সমাবেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌছে দেই। রাজাকার আর তার দালাল মুক্ত মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলি।