আমরা এ কেমন দমবন্ধ অবস্থার মধ্যে আছি! জীবন এখানে মুড়ি-মুড়কির মতো দামে বিকোয়। সত্যি বলা পাপ। সত্যি বললে ৭১ এর মতো গুপ্ত হত্যার পরিনতি ভোগ করতে হবে। কারা প্রজন্ম চত্তরে আগত তরুন কে হত্যা করতে পারে-এটা বুঝতে বিশেষজ্ঞ হতে হয় না। আমরা সকলেই তা চোখ বন্ধ করে এক নিশ্বাসে বলে দিতে পারি। কিন্তু একজন রাজিব কে হত্যা করে কি এ জাগ্রত জনতাকে ওই নপুংশসক, নর্দমার কিটেরা স্তব্ধ করতে পারবে? এক রাজিবের স্বপ্ন এখন শিরায় শিরায় বয়ে যাবে বাংলার ঘরে ঘরে যেখানে জন্ম নেবে লক্ষ রাজিব সেনা।ব্লগার রাজিবের স্বপ্ন এখন টেনে নিয়ে যাবে, পূর্নতা দিবে অযুত রাজিব স্বপ্ন ফেরারিরা।
মনটা দ্রোহের আগুনে পুড়ে চলেছে; অহিংস মন সহিংস হতে চাইছে। জেগে ওঠো তারুন্য, রুখে দাড়াও; শুধু শ্লোগান আর যথেষ্ট বলে এখন মনে হচ্ছে কি?
তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সকালেই প্রজন্ম চত্ত্বরে হাজির হও সক্কলে; চোখে থাকুক শত্রু হননের জিঘাংসা।
haider বলেছেনঃ
ফাসি ফাসি ফাসি চাই, জামাত শিবিরের ফাসি চাই ।
সারা বাংলাদেশ থেকে জামাত শিবির ধরে এনে শাহবাগ এ ফাসি ডেউয়া হউক .
মানবতা ৭১ বলেছেনঃ
থাবা বাবার হত্যা প্রমান করে প্রতিপক্ষ ভয় পেয়েছে ; তা না হলে তারা হত্যা করবে কেন? তারুন্যই শক্তি সে কথা শাহাবগের মোহনায় প্রমানিত। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে ৭১ এর স্বাধীনতা পেয়েছি আর ১ থাবা বাবার মৃত্যুতে ভেঙ্গে পড়ার কিছু নাই। স্রোতকে বাধ দিলে স্রোত বেগবান হয়।
আমাদের আগ্রজরা মনে করেন তারা ৫২,৬৯,৭১ করেছে আর এখনকার তরুনরা অনেক বেশি আত্মকেন্দ্রিক আমরা প্রমান করলাম না না না আমরা আমাদের অগ্রজদের থেকে অনেক বেশি একাট্টা অনেক বেশি দেশ প্রেমিক।
মির্জা আরিফুর রহমান বলেছেনঃ
শিবির নিষিদ্ধ করতে সরকারের এত সময় লাগে কেন বুঝলাম না !
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
আমারও দ্রোহের আগুনে পুড়ছে মন —- পুড়েপুড়েই অহিংস মন সহিংসও হচ্ছেই —- শ্লোগান আর যথেষ্ট নয় মোটেও —- এইবার একাট্টা রুখে দেবার সময় এবঙ এখনই। সরকারের প্রতিশ্রুতি না, আমরা অবিলম্বে জামাত-শিবির নিষিদ্ধ চাই। ব্লগার রাজীব হত্যার সর্বোচ্চ সাজার দাবী জানাই।
ফাজিল ফালতু বলেছেনঃ
সরকার ভয় পাচ্ছে শিবিরকে নিষিদ্ধ করলে তারা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে, আর এতে ফাদয়া তুলবে বিরোধী দল, ফলশ্রুতিতে আগামী ইলেকশনে জেতার সম্ভবনা কম…………আর তাইতো আমার দেরী হচ্ছে জনগণের জন্য কথার ঝুঁড়ি সাজাতে।