এক রাজিব লোকান্তরে…

পলাশ বসু২২৩৩
Published : 16 Feb 2013, 06:25 AM
Updated : 16 Feb 2013, 06:25 AM

আমরা এ কেমন দমবন্ধ অবস্থার মধ্যে আছি! জীবন এখানে মুড়ি-মুড়কির মতো দামে বিকোয়। সত্যি বলা পাপ। সত্যি বললে ৭১ এর মতো গুপ্ত হত্যার পরিনতি ভোগ করতে হবে। কারা প্রজন্ম চত্তরে আগত তরুন কে হত্যা করতে পারে-এটা বুঝতে বিশেষজ্ঞ হতে হয় না। আমরা সকলেই তা চোখ বন্ধ করে এক নিশ্বাসে বলে দিতে পারি। কিন্তু একজন রাজিব কে হত্যা করে কি এ জাগ্রত জনতাকে ওই নপুংশসক, নর্দমার কিটেরা স্তব্ধ করতে পারবে? এক রাজিবের স্বপ্ন এখন শিরায় শিরায় বয়ে যাবে বাংলার ঘরে ঘরে যেখানে জন্ম নেবে লক্ষ রাজিব সেনা।ব্লগার রাজিবের স্বপ্ন এখন টেনে নিয়ে যাবে, পূর্নতা দিবে অযুত রাজিব স্বপ্ন ফেরারিরা।

মনটা দ্রোহের আগুনে পুড়ে চলেছে; অহিংস মন সহিংস হতে চাইছে। জেগে ওঠো তারুন্য, রুখে দাড়াও; শুধু শ্লোগান আর যথেষ্ট বলে এখন মনে হচ্ছে কি?

তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সকালেই প্রজন্ম চত্ত্বরে হাজির হও সক্কলে; চোখে থাকুক শত্রু হননের জিঘাংসা।