কাদের জন্য গনতন্ত্র? অপরাধীরা শাস্তি পাবে কি?

সঞ্জয় মজুমদার পলাশ
Published : 5 Feb 2015, 03:52 PM
Updated : 5 Feb 2015, 03:52 PM

১৯৭১ এর ২৫ মার্চ মধ্যরাতে যারা গনহত্যা করেছিল তারা কি পেয়েছিল এদেশ শাসন করতে? আজকে যারা অবৈধ অর্থে রাজনীতিবিদ হয়ে গণহত্যাকে উস্কে দিচ্ছেন তাদেরকেই বলছি, জনগনের অনিষ্ট করে কখনই টিকে থাকতে পারবেন না। আপনারা যদি কোন ধর্মের অনুসারী হয়ে থাকেন বা আল্লাহ্‌/ঈশ্বরে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আল্লাহ্‌র গজব কে অন্তত বিশ্বাস করবেন। অন্তত এতটুকু বিশ্বাস করে গনহত্যা বন্ধ করুন। আর যদি সেটা বিশ্বাস না করেন তাহলে আপনাকেই স্বীকার করতে হবে আপনি একজন নাস্তিক। আর যে নাস্তিক, তার কিসের ধর্ম? কিসের ধর্মীয় রাজনীতি? গত এক মাস যাবত যা শুরু হয়েছে, তা কোন মানুষের কাজ নয়। মানুষকে পুড়িয়ে মারা একমাত্র কাফেরদেরই সাজে। আমি সরকার এর কাছে করজোড়ে অনুরধ করছি , দয়া করে দলীয় পরিচয় বন্ধ করে হাতে নাতে ধরা পরা নরপিশাচদের দ্রুত শাস্তির ব্যবস্থা করুন। এবং নতুন করে জন্ম নেয়া নরপিশাচদের অনুৎসাহিত করুন। একদল অন্য দলের উপর দোষ চাপিয়ে কি ভাবছেন, মুখ লুকাতে পারবেন? ধরাপরা নরপিশাচরা কোন দলের সাথে জরিত তা কি জনগন দেখছে না?
মাননীয় প্রধানমন্ত্রী,
এই নরপিশাচরা গত বছরেও এমন ভয়াবহ অগ্নিখেলা শুরু করেছিলো। কিন্ত তাদের কোন শাস্তি আমরা দেখিনি। যদি তাদের দৃষ্টান্তমুলক শাস্তি হত তাহলে আজ কতিপয় নরপিশাচ গোটা জাতিকে আজ জিম্মি করতে পারত না। তাই আবার অনুরোধ অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়া হোক।