চারজন যাত্রীকে ট্রেন থেকে ফেলে দেওয়া ও কিছু কথা

কামরুল আখন্দ
Published : 1 Feb 2013, 07:54 AM
Updated : 1 Feb 2013, 07:54 AM

আমার প্রশ্ন কেন ডাকাতরা যাত্রীদের কে এভাবে ফেলে দিচ্ছে?? আগে তো এরকম করত না, আগেও ট্রেন এ ডাকাতি হয়েছে। এর একটা মাত্র উত্তর আমার কাছে আছে, সেটা হলো, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বকালের সকল সরকারের চেয়ে খারাপ, আমার কাছে মনে হয় দেশটি একটি জাহান্নাম হয়ে গেছে। রাজনৈতিক পরিস্থিতি বাদ দিলাম, খুন, ধর্ষন অপহরণ, গুম নিত্যনৈমিত্তিক হয়ে আছে । শিশুদের ধর্ষন করার পর তার মৃতদেহ ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়। অপরাধ এর সাথে তাই আজকে একটি বিষয় স্পষ্ট ফুটে উঠেছে সেটা হল অপরাধীদের হিংস্রতা। নয়তো ডাকাতি করে চলে গেলে সমস্যা টা কি ছিল ডাকাতদলের, কেন তারা ১২ বছরের একটি ছেলে ও নারী সহ চারজনকে গলায় গামছা লাগিয়ে টেনে হিঁচড়ে রেলগাড়ি থেকে ফেলে দিল, যেখান মৃত্যু অবধারিত। এর কারন হল কোন অপরাধী গ্রেফতার না হওয়া, কোন অপরাধের বিচার না হওয়া। এই ডাকাতরা জানে বিশ্বজিৎ দাসের মত লোক কে যারা হত্যা করেছে, ক্যামেরাতে যাদের চেহারা স্পষ্ট তাদেরই বিচার হবেনা, আর তারা(ডাকাতরা) তো ক্যামেরায় ধরা পরেনি। সাথে লাভ জনমনে প্যানিক তৈরি করা, যেন ভবিষ্যতে এই ধরনের ডাকাতি আবার করতে গেলে যাত্রীদের কাছে একবারের বেশী দুইবার চাইতে না হয়। খরচ বলতে থানার পুলিশ কে একটি মাসোহারা(মাসিক ভিত্তিতে) আর ক্ষমতাশীন রাজনৈতিক দলের গডফাদারকে কিছু টাকা দিলেই হয়ে যাবে, ব্যাস মামালা আর এগুবে না। এই ডাকাত রা জানে সাগর-রুনির মত হত্যাকাণ্ডের বিচার যেখানে হবে না সেখানে সাধারণ জনগণ এর হত্যাকাণ্ডের বিচার হল কয়েক হাজার টাকার ঘুষ ও গডফাদার ব্যাস, ঝামেলা শেষ। তাইতো ধর্ষনের পরে আমরা ৯ বছরের একটি শিশুকে ফাঁসিতে ঝুলিয়ে রাখতে দেখেছি ধর্ষকদের।

একটা বিষয় একটু উপস্থাপন না করলেই নয়। আমাদের মনে আছে, চিটাগাং এ অধ্যক্ষ মুহুরী হত্যাকাণ্ড?? সেই মামালার এক নম্বর ও একমাত্র কিলার ছিল নাসির ওরফে গিট্টু নাসির ( শিবিরের নাসির নয় কিন্তু)। খালেদা জিয়া কিন্তু জানতেন, এই হত্যাকাণ্ডের বিচার আদালত প্রক্রিয়ায় গেলে খুনীর বিচার কবে হবে তা নিশ্চিত না, তিনি একটা কাজ করেছিলেন RAB কে দিয়ে নাসিরকে ক্রস করে দিয়েছিলেন, সেই দিন আমার মনে হয়েছিল, সত্যিই ক্রসফায়ার এর দরকার আছে, তবে এর ব্যাবহার সঠিকভাবে করতে হবে। আমি এ কারনে খালেদা জিয়াকে ধন্যবাদ দিতে চাই, অপারেশন ক্লিন হার্টের সময় কিন্তু তিনি বিএনপির অনেক মাস্তান ও সন্ত্রাসীকে ক্রস করেছিলেন। তাই বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন এই সব ডাকাত, ধর্ষক ও খুনীদের কে দ্রুত ট্রায়াল করে রায় কার্যকর করুন, অথবা ক্রসফায়ারে দিন। কেউ না দিলেও আমি আপনাকে সমর্থন দিব। বাদ দেন তথাকথিত মানবাধিকার এর ধ্বজ্জাধারীদের কথা, কই আজকে ট্রেন থেকে ফেলে যে ডাকাত রা চারজন কে হত্যা করলো, এ ব্যাপারে কোথায় তাদের মানবিক বক্তব্য।