ইদানিং হামাগুড়িমেয় সাংবাদিক ও গণমাধ্যম কর্মিদের দেখলে হাসি লাগে, ক্ষোভে ফেটে পড়ি..মনে মনে…রুদ্রের লাইন মনে পড়ে..এদেশ কী ভুলে গেছে। বস্তুনিষ্ঠতা হারিয়ে গেছে তাই বলে সাংবাদিক গোলাম সারোয়ারকে হুমকী কেন? তিনি তো প্রধানমন্ত্রীর খুব কাছের লোক (!) এখন বহুজাতিক কোম্পানিগুলো টাকার বিনিময়ে নিজেদের অবৈধ ব্যবসা আরো বাড়িয়ে দিচ্ছেন সাংবাদিক পুষে…এসব কিছু অগ্রাহ্য করে আপনি যে এখনো প্রতিবাদ করছেন, করনে এবং করবেন ..এজন্য একটু প্রনাম জানালাম আর কী!!!!!!!!!!!!
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
ধন্যবাদ। কৃতজ্ঞ সবার প্রতি। আমার কোন লেখায় কেউ কষ্ট পেলে ক্ষমা চাই।
পানগুছি বয় বলেছেনঃ
ইদানিং হামাগুড়িমেয় সাংবাদিক ও গণমাধ্যম কর্মিদের দেখলে হাসি লাগে, ক্ষোভে ফেটে পড়ি..মনে মনে…রুদ্রের লাইন মনে পড়ে..এদেশ কী ভুলে গেছে। বস্তুনিষ্ঠতা হারিয়ে গেছে তাই বলে সাংবাদিক গোলাম সারোয়ারকে হুমকী কেন? তিনি তো প্রধানমন্ত্রীর খুব কাছের লোক (!) এখন বহুজাতিক কোম্পানিগুলো টাকার বিনিময়ে নিজেদের অবৈধ ব্যবসা আরো বাড়িয়ে দিচ্ছেন সাংবাদিক পুষে…এসব কিছু অগ্রাহ্য করে আপনি যে এখনো প্রতিবাদ করছেন, করনে এবং করবেন ..এজন্য একটু প্রনাম জানালাম আর কী!!!!!!!!!!!!