বেঁচে তো আছি, এটাই বা কম কিসের!

পান্থ শ্রাবণ
Published : 28 March 2015, 03:29 PM
Updated : 28 March 2015, 03:29 PM

এরা আগেও ছিল, তবে বর্তমানে এই শ্রেণির দালাল এবং সুবিধাবাদীদের উৎপাত এতটাই বেড়ে গেছে যে- এরা নিজ স্বার্থ এবং সুবিধার জন্য দিনরজনী দাদাদের তেল মর্দন, পা চাটা এমনকি প্রয়োজনে নিজেদের মা-বোনদের তাহাদের সাথে শুতে দিতেও এতটুকু লজ্জাবোধ করে না। নিজেদের সুখটাই এদের কাছে মূল কথা। দেশ অাবার কি চিজ! এই সমস্ত লম্পটরা যখন আমাদের মাথার উপর বসে ছড়ি ঘুরাচ্ছে তখন আমরা সাধারণ জনগণ এই বাংলাদেশ নামক ভূখন্ডে বসবাস করে কি করে ভাল থাকার, ভালবাসার স্বপ্ন দেখি! কি করে একটু নিশ্চিন্তে নি:শ্বাস নেওয়ার চেষ্টা করি? কেমন করে একমুঠো সুখের আশা বুকে ধারণ করে রাখি?

বেঁচে থাকাটাই এখন প্রশ্নসাপেক্ষ। নাকের ডগায় এখনও নি:শ্বাসের হাওয়া'র আনাগোনা টের পাই, এই দেশে এখন এটাই বা কম কিসের! অনুভব তো করি- 'যাক, তাহলে এখনও তো বেঁচে আছি!