হিসেব মিলে না! কিছুতেই হিসেব মিলে না!!

পান্থ শ্রাবণ
Published : 12 March 2012, 05:18 AM
Updated : 12 March 2012, 05:18 AM

বই পড়ি প্রচুর। আরেকটু বাড়িয়ে বললে বলা যায় বই ছাড়া আমার চলেই না। এটা করি নিজের প্রয়োজনেই। পাশাপাশি আরেকটি কাজ করি, সেটা হল 'সিনেমা'। সিনেমাও প্রচুর দেখি। কিন্তু পারতপক্ষে কোনও হিন্দি সিনেমা দেখি না। ইচ্ছে করেই দেখি না (তবে এর কারণটা এখানে ব্যাখ্যা করতে চাচ্ছি না)। সবার আগে নিজের দেশের সাহিত্য-সংস্কৃতিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। তবে আলোচিত কিংবা সমালোচিত কোনও সিনেমা হলে, তা হলিউডের-ই হোক কিংবা বলিউডের, সেটা আগ্রহ নিয়েই দেখার চেষ্টা করি। কোনও-কোনও সিনেমা বার-বারও দেখি। তাছাড়া মিডিয়া অঙ্গনে কাজ করার সুবাধে এ-কাজটা করতেই হয়। সেই ধারাবাহিকতায় "ডন" সিনেমাটা আবারও দেখলাম। কিছু জিনিস বুঝার চেষ্টা করলাম। কিছুক্ষণ ভাবলামও। অন্ধকার জগতের বাসিন্দা ডন'কে ধরার জন্য পুলিশ যখন মরিয়া হয়ে উঠে, এমনকি যে পুলিশ অফিসার এই অপারেশনের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অন্যতম একজন, যাকে প্রথমে সৎ, সাহসী এবং নিষ্ঠাবান মনে হয়, সিনেমার শেষে এসে জানা যায় সেই পুলিশ অফিসার-ই আসলে এদের সবার গডফাদার ! ভাবা যায় !! কি ভয়ংকর !!!

তখন আমাদের পুলিশ ডিপার্টমেন্টে কর্তব্যরত অফিসারদের কথাও বার-বার মনে হচ্ছিল। কি জানি কেন ! কি জানি কেন !!