দাদার কেলেঙ্কারি, সাগর-রুনি হত্যা: এটিএন বাংলার দিকে সন্দেহের তীর

মশিউর রহমান
Published : 18 April 2012, 05:01 PM
Updated : 18 April 2012, 05:01 PM

এই সেই চ্যানেল যেই চ্যানেলের দিকে প্রতিটি মানুষ আঙুল তুলেছিল যখন সাংবাদিক দম্পতি সাগর-রুনি কে হত্যা করা হল নৃশংস ভাবে । এই সেই চ্যানেল যে কিনা রাতের অন্ধকারে বিডিআর এর ভিতর থেকে সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস এর গাড়ির ভিতর থেকে ৭০ লাখ টাকার খবর উদ্ধার করে। তার মানে কী দাঁড়ায়? কোথাও না কোথাও সবার মনে একটাই প্রশ্ন আজ উঠে আসছে যে চ্যানেলটি কী করছে? এর কার্যকলাপ আজ কিছুটা প্রশ্নবিদ্ধ ।

এটি কি সরকারী কোনও সংস্থা যা সরকারের কার্যসিদ্ধি করাই লক্ষ্য। এই প্রতিষ্ঠানের মালিক এবং তাদের সহোদরেরা নানা ভাবে যেমন সাংবাদিক হত্যার সাথে জড়িত ধারনা করা হচ্ছে তেমনি সুরঞ্জিত বাবুর এই ঘটনায় এদের হাত আছে এমনটি আজকে তার এপিএস এর কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে ।

এপিএস এর চালক এবং এ টি এন বাংলার গোপন কোনও যোগাযোগ আছে কিনা তা নিয়েও সন্দেহ করা হচ্ছে। বর্তমানের সব ধরনের চাঞ্চল্যকর ঘটনার পিছনেই এই চ্যানেলটির অবস্থান নিয়ে সবার মনেই প্রশ্ন আছে । সবারই জিজ্ঞাসা যে এটি কি চ্যানেল নাকি ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামি লিগ এর মতই কোনও একটি অঙ্গসংস্থান?