আমার মা জাহানারা ইমাম, আমার মা ফেরদৌসী প্রিয়ভাষিনী, আমার মা রমা চৌধুরী

মোঃ আখতারুজ্জামান পায়েল
Published : 21 Jan 2013, 06:33 PM
Updated : 21 Jan 2013, 06:33 PM

আমি জন্মেছি দুই লক্ষ ধর্ষিতার গর্ভে। আমার মা জাহানারা ইমাম, আমার মা ফেরদৌসী প্রিয়ভাসিনী, আমার মা রমা চৌধুরী … আমার পিতা নাম না জানা কোটি মুক্তিযোদ্ধা। আমার পরিবার ১৬ কোটি মানুষের। আমার বিদ্যালয় বাংলার মাটি। আমার সাহস শহীদের জীবন উৎসর্গিত হওয়া। আমার দল মানবতার মুক্তির। আমার দল স্বাধীনতার স্বপক্ষের, আমার দল ৭১, আমার দল ৩০ লক্ষ শহীদের দল।

আমি কথা বলতে জানি রাব্বী'র পক্ষে, বিশ্বজিতের পক্ষে। আমি কথা বলতে জানি ধর্ষিতা ইয়াসমীন কে নিয়ে, সেঞ্চুরিয়ান মানিক কে নিয়ে। আমি কথা বলতে জানি ২১ শে আগষ্ট নিয়ে। কথা বলতে জানি শেয়ার বাজার ধস নিয়ে, আমি কথা বলতে জানি বঙ্গবীর থেকে ভন্ডবীর বনে যাওয়া মানুষ কে নিয়ে, হোসেন-হাসান কে নিয়ে। আমি কথা বলতে জানি সাগর-রুনী কে নিয়ে। আমি কথা বলতে জানি কিবরিয়া সাহেব কে নিয়ে, আহসানুল্লাহ মাষ্টার কে নিয়ে। আমি কথা বলতে জানি সকল অন্যায়ের বিরুদ্ধে। হোক না আওয়ামী, হোক না বি,এন,পি। আমার কোন দল নাই।

আমি কিন্তু নিরপেক্ষ নই। নিরপেক্ষতার নাম যদি হয় ৭১ কে ভুলে যাওয়া, তবে আমি পক্ষপাতদুষ্ট। নিরপেক্ষতার নাম যদি হয় বঙ্গবন্ধুর অবমাননা, স্বাধীনতার অবমাননা, তবে আমি নিরপেক্ষ নই। নিরপেক্ষতার মানে যদি হয় ৭৫ কে মেনে নেয়া, তবে আমি নিরপেক্ষ নই। নিরপেক্ষতার মানে যদি হয় জাতীয় চার নেতার হত্যাকান্ডের রায় কারোর ইচ্ছামাফিক করা, আজিজ, আলীম, নিজামীদের মন্ত্রী বানানো, ইনডেমনিটি অধ্যাদেশ জারী করা, সকল যুদ্ধাপরাধীদের ৭৫ এর পর মুক্তি দেয়া, তবে আমি একটা পক্ষের। আমি নিরপেক্ষ নই। না, মোটে ও না। আমি একটা পক্ষের… স্বাধীনতার… মুক্তির … মানবতার …

আসুন, সবাই রাত কে রাত বলি, দিন কে বলি দিন … আর চিৎকার করে বলি, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করা হোক। চিৎকার করে বলি, সকল যুদ্ধাপরাধীর ফাঁসি চাই। বলি, বাচ্চু রাজাকার কে দেশে ফিরিয়ে আনা হোক। চিৎকার করে সমস্বরে বলি, জাহানারা ইমাম… তুমি ই তখন ছিলে সাঁড়ে সাত কোটি মানুষের জননী … এখন তুমি ষোল কোটি মানুষের জননী … বঙ্গবন্ধু'র পর তুমি ই পেরেছ মানুষকে উজ্জীবিত করতে। তুমি আজ নেই, কিন্তু তোমার সৈনিকেরা আজ আমাদের অনেক বড় উপহার দিল… মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির এবং তাদের সাথীরা যা করেছে আমাদের জন্য তা আজীবন জাতি মনে রাখবে … মা, তুমি ই সকল প্রেরণার উৎস … বঙ্গবন্ধু দিয়েছিল স্বাধীনতা। আর মা তুমি? তুমি দিয়েছ দায়মুক্তি … মা তোমাকে ১৬ কোটি মানুষের পক্ষ থেকে সালাম …