রক্তের ঋণ

পেন্টাগন
Published : 10 Feb 2013, 03:40 AM
Updated : 10 Feb 2013, 03:40 AM

যদি বল গলা কেটে নিবে, তবে বলব নিয়ে নাও , তবুও কাটা গলা নিয়ে জয় বাংলা বলব। । যদি বল হাত-পা ভেঙ্গে রাস্তার মোড়ে ফেলে রাখবে, তাহলে বলব রাখো নাহ, নিষেধ করেছে কে, এরপরেও হাচড়ে-পাছরে শাহবাগ চলে আসব। যদি গুলি করে পেট ফুটো করে দিতে চাও, তো দাও না, শরীরের রক্ত দিয়ে স্লোগান লিখে যাব। অথবা বস্তা ভরে লাশ নদীতে ফেলে দিতে চাইলে তাও করতে পার, আমার হাত বিদ্রোহী ভঙ্গিতেই থাকবে। দেখো, কোনটা তোমার পছন্দ হয়! কিন্তু আমাকে আর কতবার মারবে? আমি যে অনেক আগেই মরে গেছি, আমরা সবাই মরে গেছি। নাহ, একটু মনেহয় ভুলই বলে ফেললাম। আমি কিংবা আমরা, যাদের তোমরা মেরে ফেলেছিলে, আমরা আবার বেঁচে উঠেছি। এবার তোমাদের পালা। রেডি হও। রক্তের ঋণ তোমরা কিভাবে পরিশোধ না করে থাক, এবার তা আমরা দেখব।