আশুলিয়া থেকে বহদ্দারহাট: আমরা শোকাহত

সুপ্রসন্ন
Published : 25 Nov 2012, 01:39 PM
Updated : 25 Nov 2012, 01:39 PM

গত ২৫ নভেম্বর শনিবার দিবাগত রাতে ঢাকার আশুলিয়ার তাজরিন ফ্যাশন এভয়াবহ আগুন লাগে এবং প্রায় একই সময়ে চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভারের ৩ টি ব্লক ভেঙ্গে পড়েছে । আশুলিয়ায় মোট ১২৪ জনের মৃত্যুর খবর ফায়ার ব্রিগেড নিশ্চিত করেছে আর চট্টগ্রামে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আশুলিয়ার ৫৮ জনকে চিন্হিত করতে না পারার কারণে আনজুমানে মফিদুল ইসলাম দাফনের দায়িত্ব নিয়েছে । অবশ্যই তাঁদের ডি এন এ টেষ্ঠ করে রাখা হবে । এ দুটি ঘটনায় মাননীয় প্রধান মন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি গভীর দূ:খ ও শোক প্রকাশ করেছেন । যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের একে জাতীয় শোক বলে মনে করছেন । আল্লাহ আমাদের সকলকে এ শোক সহ্য করার ক্ষমতা দান করুন , আমিন । এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি । আমরা এ ঘটনায় সরকারের কাছে জাতীয় শোক পালন করার দাবী জানাচ্ছি । আমরা সবাই গভীর ভাবে শোকাহত ।