থ্রিজি’র পথচলা ভাল হোক

মাসুম রানা
Published : 3 August 2012, 05:59 PM
Updated : 3 August 2012, 05:59 PM

কয়লা ধুইলে ময়লা যায় না এই কথাটা যেমন সত্য তেমনি দেখবেন টেলিটক এর ও এই অবস্থা হতে পারে, টেলিটক অনেক ডাকঢোল বাজিয়ে বাজারে এসেছিল, জনগন তাদের গ্রহন ও করেছিল কিন্তু একমাত্র দুর্নীতি কারনে তারা তাদের অবস্থান ধরে রাখতে পারেনি । আজ হোক কাল হোক বাকি কোম্পানি গুলো থ্রিজি লাইসেন্স পাবে, টেলিটক যদি সঠিকভাবে সেবা না দিতে পারে তারা আগের অবস্থানেই থেকে যাবে, কারন তাদের গ্রাহক সংখ্যা অন্য কোম্পানি গুলোর তুলনায় অনেক কম। থ্রিজি নিয়ে তাজুল ইসলাম ভাই এর একটা পোস্ট পড়লাম, উনার এই কথাতা অনেক ভালো লেগেছে–

''তবে যাইহোক শুরুটা হোক সবার আগে, পড়ে ব্যাপ্তিটা এমনিতে ঘটে যাবে''

আমিও একমত, তবে টেলিটক থ্রিজি চালু করেছে খুবই ভাল সংবাদ, তাদের মার্কেটে টিকে থাকতে হলে সবার আগে দুর্নীতি মুক্ত থাকতে হবে।