আরবি নববর্ষের শুভেচ্ছা ১৪৩৭

মাসুম রানা
Published : 25 Oct 2015, 05:06 AM
Updated : 25 Oct 2015, 05:06 AM

সবাইকে আরবি নববর্ষের শুভেচ্ছা ।
Hijri New Year 1437 | رأس السنة الهجرية ٣٧ | হিজরি নতুন বর্ষ ১৪৩৭
"এলো শোকের সেই মহররম, কারবালার স্মৃতি লয়ে, আজ বেতাব বিশ্ব মুসলিম, সেই শোক রোয়ে রোয়ে । ওরে বাঙলার মুসলিম, তোরা কাঁদ, এনেছে এজিদি বিদ্বেষ পুন মোহর্রমের চাঁদ"~ কাজী নজরুল ইসলাম।

হিজরি নববর্ষ কোন মাসে হয় আমরা অনেকেই জানি না। আমাদের বাংলা সংস্কৃতিতে হিজরি নববর্ষ কিংবা মুসলিমদের গৌরবের দিনটি তেমন একটা উদযাপন হয় না । সেটাও একটা কারন হতে পারে। যায় হউক আমি আবার বোকা মানুষের মত প্রতি বছর আরবি নতুন বর্ষকে মনে রাখি ।

৬২২ খ্রীষ্টাব্দের ১২ই সেপ্টেম্বর আল্লাহর নির্দেশে হজরত মুহাম্মদ (সঃ) মক্কা হতে মদীনায় হিজরত করেন। মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা ৬২২ খ্রীষ্টাব্দের ১৪ বা ১৫ জুলাইয়ের সূর্যাস্তের সময়কে হিজরী সন শুরুর সময় হিসেবে নির্ধারণ করেছেন। হিজরী সন ১৭ হিজরী সাল (৬৩৮ খ্রীষ্টাব্দ) হতে তৎকালীন মুসলিম বিশ্বের শাসক হযরত ওমর (রাঃ) – এর শাসন আমলে হিজরী সন গণনা শুরু হয়।

~ আবারো সবাইকে আরবি নববর্ষের শুভেচ্ছা ~