ফেনসিডিলের প্রভাবে আতংকিত জীবন…

পলাশ ১৯৭২
Published : 18 Sept 2012, 08:45 AM
Updated : 18 Sept 2012, 08:45 AM

জয়পুহাট জেলার একটি থানা পাঁচবিব যার চারিদিকে ভারতীয় সীমান্ত এলাকা এই এলাকায় ছড়িয়ে পরেছে মাদকের ভাইরাস যা চলে আসছে সবার চখের সামনে যেন দেখার কেউ নেই। এলাকার যুব, কিশোর, স্কুল শিক্ষক, থেকে শুরু করে প্রতিটি ঘরে ঘরে। মাদকের মধ্যে সবচেয়ে বেশী প্রচলিত ফেন্সিডিল যা হাত বাড়ালেই পাওয়া য়ায়। যার মধ্যে কড়িয়া বাজার, উচনা, হাটখোলা, কুটাহারা, চেচরা, ভুইডোবা, গোপালপুর, পশ্চিম রামচন্দ্রপুর ,বাগজানা বিদ্যালয় এলাকা এর পিছনে, আটাপাড়া রেলগেট, হিলি বাজারের বস্তি এলাকায় এর প্রভাব সবচাইতে বেশি। বাগজানা বিদ্যালয় এর এলাকায় প্রকাশ্যে দিনের বেলায় ফেনসিডিল বেচাকেনা চলে, ফেন্সিডিল সেবন করে বাগজানা বিদ্যালয় এলাকা এর মাঠে বেপরোয়া চলাফেরা শুরু করে যা নিত্য দিনের ঘটনা। যা কমল মতি শিশু কিশোর দের মারাত্মক প্রভাবিত করে। সম্প্রতি বাগজানা প্রাথমিক বিদ্যালয় এর প্রথম শেণীর কয়েকজন শিশু ফেলে দেওয়া বোতল এর ফেন্সিডিল এর স্বাদ গ্রহন করতে দেখা যায়। ফেন্সিডিল এর প্রভাবে আজ প্রতিটি পরিবারে অশান্তির ঝর বইছে। ফেন্সিডিলের এ আসক্তদের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে। যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা একটু সচেতন হতো তাহলে হয়তো আগামী প্রজন্ম সহ অনেক পরিবার আতংকিত জীবন থেকে রক্ষা পেত।