ঘুরে আসুন বিমান বাহিনী জাদুঘর

প্রীতম মণ্ডল
Published : 15 Oct 2018, 09:43 AM
Updated : 15 Oct 2018, 09:43 AM

কর্মব্যস্ত আমাদের প্রিয় এই শহরে ঢাকাবাসীর জন্য খোলামেলা ঘুরে বেড়ানোর জায়গা আসলে অনেক কম। দিন দিন নতুন নতুন বহুতল ভবন নির্মাণের ফলে খোলা জায়গাও ক্রমশ কমে আসছে। ঢাকার ভিতরে যতগুলো বিনোদন কেন্দ্র আছে তার মধ্যে আগারগাঁও আইডিবি'র বিপরীতে নতুন ভাবে গড়ে উঠা বিমান বাহিনীর জাদুঘর অন্যতম।

সাপ্তাহিক ছুটির দিনে সহকর্মীদের নিয়ে চলে গেলাম বিমান বাহিনী জাদুঘরে।

এখানে সাজানো রয়েছে বিমান বাহিনীর অনেকগুলো বিমান। আছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বোমাবহনকারি বিমান। কয়েকটা হেলিকপ্টারও দেখতে পাবেন। রয়েছে আবহাওয়া অধিদপ্তরের একটি রাডার।

জাদুঘরের ভিতরে বড় একটা পুকুর আছে। পুকুর পাড়ের ঝিরি ঝিরি বাতাস ক্ষণিকের জন্য হলেও আপনাকে গ্রামের পুকুর পাড়ের কথা মনে করিয়ে দিবে। পুকুরে ছোট ছোট বোট নিয়ে ঘোরা যায়। অবশ্য এজন্য অতিরিক্ত ৫০ টাকা গুণতে হবে।

পুকুর পাড় বেষ্টিত করে আছে ট্রেন লাইন। এতে চড়ে পুকুরের সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ যায়।

বাচ্চাদের খেলার জন্য রয়েছে নানা ধরনের রাইড। এখানে ঘুরতে এলে শিশুদের সময় কাটবে ভালই।

সাধারণত রবিবার ছাড়া সপ্তাহের অন্য সব দিনে বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত  জাদুঘর খোলা থাকে। ছুটির বিকালে পরিবার-পরিজন নিয়ে ঘুুুুরে আসার যাবে তাই।

বড়দের প্রবেশ টিকিটের মূল্য  ৪০ টাকা। তবে বিমান বাহিনীতে চাকুরিরত বা অবসরপ্রাপ্তদের জন্য প্রবেশ টিকিট ২০ টাকা।