চান্নিরচক এল সি কলেজিয়েট স্কুলে চলছে এপিএল ক্রিকেট টুর্নামেন্ট

প্রীতম মণ্ডল
Published : 17 Dec 2018, 11:11 AM
Updated : 17 Dec 2018, 11:11 AM

দক্ষিণ খুলনার কয়রা উপজেলার  চান্নিরচক এল সি কলেজিয়েট স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে অ্যালামনাই প্রিমিয়ার লীগের এপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮।

শনিবার শান্তির প্রতীক কবুতর উড়িয়ে, জাতীয় সংগীত গাওয়ার মধ্যে দিয়ে খেলার উদ্ভোধন করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব বাবু ভবতোস মণ্ডল ও বাবু অমলেন্দু বাছাড়।

এপিএল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে টুর্নামেন্টের সফলতা কামনা করেন বাবু ভবতোস মণ্ডল।

এপিএল ক্রিকেট টুর্নামেন্টের  পৃষ্ঠপোষক আমেরিকান প্রবাসী  বাবু কুমারেশ মণ্ডলের প্রমীলা-মোহিত মেমরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট। কুমারেশ মণ্ডল এক অভিনন্দন বার্তায় এপিএল আয়োজক কমিটিকে শুভেচ্ছা জানান এবং টুর্নামেন্টের  সফল সমাপ্তি প্রত্যাশা করেন।

এবার মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্ভোধনী দিনে ১৯৩৫-১৯৯৫ এসএসসি ব্যাচ ২০০১-২০০৪ ব্যাচের মুখোমুখি হয়। ১৯৩৫-১৯৯৫ ব্যাচকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয় ২০০১-২০০৪ ব্যাচ।

'এসো মিলি ভ্রাতৃত্বের বন্ধনে' এই স্লোগানকে সামনে রেখে চান্নিরচক এল সি কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এপিএল ক্রিকেট টুর্নামেন্টের এটি দ্বিতীয় আসর।

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের চুড়ান্ত পর্ব।

ছবি: সৌরভ বাছাড় ও সুজন মণ্ডল