ব্যস্ত মতিঝিলের আকাশে গাঙচিল

প্রীতম মণ্ডল
Published : 28 Jan 2019, 08:43 AM
Updated : 28 Jan 2019, 08:43 AM

ছোটবেলা গ্রামে নদীর পাড়ের আকাশে প্রায় দেখা মিলতো গাঙচিলের। নদী কিংবা পুকুর থেকে ছোঁ মেরে নিমিষে মাছ শিকার করে আবার দূর আকাশে মিলিয়ে যেত। মাঝে মাঝে ছোট ছোট হাঁস-মুরগীর বাচ্চা শিকার করত এই শিকারি পাখি। গ্রামের উঁচু গাছের মগডালে এরা বাসা বেঁধে বাচ্চাকাচ্চা নিয়ে থাকতো।

আমার বিশ্ববিদ্যালয় জীবনে দেখেছি গাছের মগডালে একটা বিশাল গাঙচিল বাচ্চাকাচ্চা নিয়ে সুন্দর সংসার পেতেছিল। যদিও পূর্ণিমার রাতে চাঁদ উঠলে তাদের বিকট শব্দে ঘুমানো দায় হয়ে যেত।

সময়ের ব্যবধানে গাঙচিলের দেখা পাওয়া দুস্কর হয়ে উঠলেও রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলের আকাশে গাঙচিলের উড়াউড়ি সেই খেদ মিটিয়ে দিল।

সহকর্মীদের সাথে সকালে অফিসের ছাদে চা পান করার সময় আকাশে তাকিয়ে প্রথম দেখাতে ভেবেছিলাম অনেকগুলো কাক আকাশে উড়ছে। ভালো করে খেয়াল করে দেখি এগুলো সব চিল; অতি পরিচিত গাঙচিল। মোবাইল  ক্যামেরায় ডানা মেলা গাঙচিল ধারণ করে নিলাম।

আকাশে গাঙচিলের এই সমাগম  দেখতে চাইলে আপনিও চলে আসতে পারেন মতিঝিলের শাপলাচত্বর। সন্ধ্যার আগে আসলে দেখা মিলবে ডানা মেলে উড়ে বেড়ানো শত শত গাঙচিলের।