সঙ্কটাপন্ন অবস্থায় জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ

প্রবাসী
Published : 1 July 2012, 06:47 AM
Updated : 1 July 2012, 06:47 AM

দেশের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে। একে একে তিনটি অপারেশনের কারণে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ বলে জানিয়েছেন তাঁর পরিবারের ঘনিষ্ঠ সূত্র।

গত সপ্তাহে দ্বিতীয় অপারেশনের পর থেকেই তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এ কারণে তাঁকে ব্যথানাশক ইনজেকশন দিয়ে অচেতন করে রাখা হয়। কিন্তু তাঁর ওষুধের ঘোর কাটলেই প্রচণ্ড ব্যথায় তিনি কূঁকিয়ে উঠেন। এ অবস্থায় প্রচন্ড ব্যথার যন্ত্রনায় ছটফট করতে করতে তিনি চেয়ার থেকে নিচে পড়ে গেলে অবস্থার আরও অবননি হয়।

গত শুক্রবার অবস্থার অবনতি হলে আকস্মিকভাবে আবারও তাকে অপারেশন করার সিদ্ধান্ত নেয় নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত বেলভ্যু হাসপাতাল কর্তৃপক্ষ। পুনরায় অপারেশন হয়েছে কিনা তা জানা জানি। তবে তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের জন্য, তাঁর শারীরিক অবস্থার উন্নতি তথা তাঁর রোগমুক্তির জন্য মহান আল্লার কাছে প্রার্থনা করছি।

তথ্যসূত্র: মানবজমিন