শুরুতেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিডিব্লগ কর্তৃপক্ষকে। প্রান প্রিয় বিডিব্লগ নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে (যদিও প্রথম প্রথম বেশ বেগ পেতে হয়েছিল) যা প্রশংসার দাবী রাখে। সকল ব্লগার বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছে, শুভকামনা।
আমি আজ যে বিষয়টির অবতারনা করতে চাচ্ছি তা একটি রাষ্ট্রের নীতিনির্ধারকগনের কাছে নিতান্তই গুরুত্বহীন! রাষ্ট্রের কর্তাগনের এ দিকটাতে সুনজর দূরে থাক একটু নজর দেওয়ারও বুঝি ফুসরত নেই। যদি সে সময়টুকুই থাকত তাহলে এতদিন বিষয়টির সুহারা হয়ে যাওয়ার কথা ছিল।
শিরোনামে যেমনটি বলেছি “সৌদি আরবে নতুন ডিজিটাল পাসপোর্ট বিড়ম্বনা” আমরা যারা প্রবাস যাপনকারী তাদের অন্তরে দেশের প্রতি আকর্ষণ কতটুকু তা প্রবাস যাপনকারী প্রত্যেকেই অনুধাবন করতে পারেন। এ বিষয়ে বিস্তারিত বর্ননা আমার এই পোষ্টের উদ্দেশ্য নয়।
দেশের মাটিতে ব্যাক্তির পরিচয়ের প্রথমেই মা-বাবার নাম যতটা গুরুত্ববহ, প্রবাসে একজন মানুষের পরিচয়ে ততটুকুই গুরুত্বপূর্ণ হল তার পাসপোর্ট। একটা দেশের পাসপোর্ট সে দেশের পরিচয় বহন করে। অনেক সময় দেশের শিক্ষা-সংস্কৃতির পরিচয়ও ফুটে উঠে সে দেশের পাসপোর্টের মাধ্যমে। বাংলাদেশের নতুন ডিজিটাল পাসপোর্টে দেশের শিক্ষা-সংস্কৃতির পরিচয় হয়তো ফুটিয়ে তুলার প্রচেষ্টা ছিল পাসপোর্টে বিভিন্ন প্রকার ইমেজ সংযোজন করে। যারা এই পাসপোর্টের ডিজাইন করেছেন তাদের প্রসংসা করতেই হয়।
(পাসপোর্টের ইমেজগুলো সেটাই ইংগিত করে)।
কর্তৃপক্ষ হয়ত দেশের কথা ভাবতে গিয়ে পারিপার্শ্বিকতারর দিকটি বেমালুম ভূলে ছিলেন। বিশেষ করে এই পাস্পোর্ট বহন করে দেশের মানুষ যে সব দেশে ভ্রমন করবেন তা সেসব দেশের সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সে দিকটি তাদের বিবেচনায় একেবারেই ছিল না বলে মনে হচ্ছে। যার খেসারত দিচ্ছেন নতুন ডিজিটাল পাসপোর্ট প্রাপ্ত সৌদি আরব প্রবাসীরা।
আপনারা জানেন বহু প্রতিক্ষার পর সৌদি আরবে বসবাসকারী লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশী বৈধ হয়েছেন। বৈধ হয়ে এসব প্রবাসীর অনেকেই দেশে ফেলে আসা তাদের মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তানকে দেখতে যাওয়ার ইচ্ছা পূষন করছেন। যাদের অনেকেই তিন থেকে আট-দশ বছর যাবত দেশে যেতে পারেননি এ দেশে অবৈধ ছিলেন বলে। বৈধ হওয়ার পর তাদের প্রথম আকাংখা ছিল দেশের আর পরিজনদের জন্য তাদের হৃদয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা প্রশমিত করতে দেশে যাওয়া। এর জন্য তারা মেয়াদ উত্তীর্ন পাস্পোর্ট জমা দিয়ে নতুন ডিজিটাল পাসপোর্ট হাতে পায়। নতুন প্রাপ্ত পাসপোর্টটি কোম্পানীতে জমা দেয় তাদের ডাটা নতূন পাসপোর্টে স্থানান্তর করার ও রি-এন্ট্রি ভিষা পাওয়ার জন্য। এর পর তারা বুঝতে পারছেন এ পাসপোর্টে তাদের ভিষা ইনফরমেশন সৌদি সরকার ট্রান্সফার করছে না, ফলে রি-এন্ট্রি ভিষাও পাচ্ছেন না। সৌদি সরকার কেন এমন করছেন না তার কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না। খোঁজ নিয়ে আমি যতটুকু জানতে পেরেছি তা হলঃ
১। বাংলাদেশ সরকার নাকি নতুন এই পাস্পোর্ট সম্পর্কে সৌদি কর্তৃপক্ষকে অবহিত করেনি।(বিশ্বাস যোগ্য কারন হতে পারে না)
২। পাসপোর্টে অত্যাধিক ইমেজ সংযোজন করা হয়েছে যার কিছু ইমেজ সৌদিআরবের ধর্মীয় সংস্কৃতির সাথে অসামঞ্জস্যপূর্ণ। আমার মত শত শত প্রবাসীর এ কারনটাকেই মূখ্য কারন বলে মনে হচ্ছে।
কারনঃ
১। পাসপোর্টটা দেশের সমগ্র এলাকার জন্য প্রযোজ্য, পবিত্র নগরী মক্কা ও মদিনাতে বসবাসকারী লক্ষাধিক বাংলাদেশিও এ পাসপোর্ট নিয়েই সেখানে অবস্থান করবেন।
২। আপনারা যারা পবিত্র নগরী দু’টিতে গিয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন এর প্রবেশ পথে স্পষ্ট করে লেখা “NON MUSLIM NOT ALLOWED”.
২। যেখানে অমুসলিমদের প্রবেশে নিশেদাজ্ঞা রয়েছে সেখানে লক্ষ লক্ষ বাংলাদেশী সেখানে এই পাসপোর্ট যাতে রয়েছে দেবদেবীর মূর্তি আর মন্ধিরের ছবি। আমার মনে হচ্ছে এটাই প্রধান কারন যার জন্য নতুন পাসপোর্টে ভিষা ট্রান্সফার হচ্ছে না।
বাংলাদেশ কনস্যুলেট থেকে এ ব্যাপারে এখনো যৌক্তিক কোন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না যা দুঃখজনক।
খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে দেশের সংবাদ পত্রে এ সম্পর্কে কোন রিপোর্ট দেখিনি আজ অব্ধি। দেশের অশিক্ষিত প্রবাসী জনগোষ্টির বিরাট একটা অংশ সৌদিআরবে আছেন। তাই এসকল ভোক্তভোগী প্রবাসীদের এ সমস্যার সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করছি।
জুলফিকার জুবায়ের বলেছেনঃ
সচরাচর যা দেখি, অতি তুচ্ছ অবহেলায় অনেক বড় বড় সমস্যা হয়। দায়িত্ব পালনের যথেষ্ট অভাব।যাদের দায়িত্বশীল করা হয় তারা দায়িত্ব পালনে দক্ষ কিংবা দরদী হয় না। আর যারা দায়িত্ব পালনে উপযুক্ত তাদের জন্য কোন সুযোগ থাকে না পদ লাভের।
প্রবাসী ভাই, কেমন আছেন?
মেহের আলী_প্রবাসী বলেছেনঃ
জুবায়ের ভাই, আল্লাহ্র অশেষ কৃপায় ভাল আছি। আপনিও ভাল আছেন নিশ্চয়।
আপনার মন্তব্য পেয়ে সত্যি যার পর নাই খুশি হয়েছি। গত ১২ই ফেব্রুয়ারী বিডিব্লগের পক্ষ থেকে মেইল পেয়ে সেদিন থেকেই নিয়মিত পোষ্টগুলো পরছি। সেই মুখগুলো আবার দেখতে পারছি। অনেকের শূন্যতা এখনো রয়েগেছে। আশা করছি অচিরেই তাদের মূল্যবান পোষ্টে সমৃদ্ধ হবে বিডিব্লগ।
ভাই কষ্ট লাগে ঐ করুন মুখগুলো দেখলে যাদের টিকেট ক্যানসেল করতে হয়েছে, হচ্ছে। যাদের পরিবার পরিজন প্রতিক্ষায় প্রহর গুনছেন। লোকগুলো এম্বাসিতে গিয়েও কোন তথ্য পাচ্ছে না। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে।
সত্যি বলেছেন, উপযুক্ত লোকের উপযুক্ত পদ লাভের সুযোগ হয় না। আমাদের নিয়তিই বুঝি এমন।
ভাল থাকুন, ধন্যবাদ।
মেহের আলী_প্রবাসী বলেছেনঃ
ব্লগপোষকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাসপোর্টের ছবিটা সংযোজন করে ফিচার পোষ্ট করার জন্য।
কালবৈশাখী বলেছেনঃ
সৌদি কি হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর নির্দেশে চলে?
মসজিদ, মন্দির, গরু, মানুষ এসব ছবি কিভাবে ধর্ম নষ্ট করে? সৌদিআরবে কি পত্রিকা ছবিবিহীন? সৌদি পাসপোর্ট কি ছবি বিহীন? বিদেশী হাজিরা ছবিযুক্ত পাসপোর্ট নিয়ে মানুষ হজ করছে না?
তখন ধর্ম নষ্ট হয় না?
কিছু কুচক্রি বিদেশে স্বদেশ বিরোধী কাজ করেযাচ্ছে। তাদের উষ্কানিতেই এসব হচ্ছে।
মেহের আলী_প্রবাসী বলেছেনঃ
ভাই কালবৈশাখী, ভাল আছেন?
আপনার প্রশ্নগুলো প্রযৌক্তিক। সৌদি আরবে হয়তো হবুচন্দ্র-গবুচন্দ্ররা রাষ্ট্র চালাচ্ছে। সেই হবুচন্দ্র- গবুচন্দ্রগুলোকে আমাদের হবুচন্দ্র-গবুচন্দ্র মন্ত্রী কূটনীতিকরা কেন বুঝাতে পারছেনা? আপনার-আমার এই প্রশ্নগুলো যদি সত্যিই প্রশ্ন হয়ে দেখাদেয় তবে কেন তারা যুক্তি দিয়ে সেই হবুচন্দ্র-গবুচন্দ্রগুলোকে বুঝাতে অক্ষম? যদি অক্ষমই হয় তাহলে কেন তার খেসারত সাধারন জনগনকে দিতে হবে?
কুচক্রী সবযায়গায়-সর্বকালেই ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে এখানে দেশীয় কুচক্রীর চেয়ে পার্শ্ববর্তী দেশেগুলোর চক্রান্তকারীরা বেশী সক্রিয় আর বেশী কূটকৌশলী। তারা আমাদের ছোটখাটো সমস্যাকে বড় করে দেখিয়ে শ্রমবাজারটায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায়। হতে পারে আমাদের পাসপোর্টে অত্যাধিক ছবি সং্যোজনের উপদেশও এসেছিল সেইসব দেশের কোন উপদেস্টা হতে। অপরদিকে সেই একই উপদেস্টারা এখানে এসে কিছু উপদেশ বিক্রি করেছে। যার ফলটা আখেরে তারাই ভোগ করবে।আমার যতগুলো দেশের পাসপোর্ট দেখার সৌভাগ্য হয়েছে কোন পাসপোর্টেই সেই দেশের জাতীয় প্রতীক ছাড়া বেশীকিছু থাকে না।
সবকিছুর পরেও জোড় দাবী জানাচ্ছি অতিদ্রুত এই সমস্যার সমাধান হোক। স্বজনদের দেখতে পাগলপ্রায় অভাগারা দ্রুতই স্বজনদের সাথে সাক্ষাত করার সুযুগ পাক, তাদের প্রতীক্ষার অবসান হোক।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ফারুক আহমেদ মজুমদার বলেছেনঃ
মেহের আলী সাব আপনি কয় দেশের পাসপোর্ট দেখছেন সেটা আমার বোধগম্য নয়। মার্কিন যুক্ত রাষ্ট্রের তবে সৌদি সাচ্চা মুসলিম দেশ সেটা বোধগম্য হয়েছে। আর কিছু **** বাংলাদেশী যে সৌদি আরবে আছে সেটাও আজ বুঝলাম। “Non Muslim .. Not Allowed” এরিয়াতে ভারতীয় শ্রমিকেরা কিভাবে কাজ করে?
কযেকটা দেশের পাসপোর্টের ছবি দেখাই:
যুক্তরাষ্ট্র: http://3.bp.blogspot.com/-Si_1VaAclRQ/UfKwDqL8yvI/AAAAAAAAAHE/tc2BeCYZgKE/s1600/New+26_27.tiff
কানাডা: http://www.ppt.gc.ca/eppt/images/30-31.jpg
ম্যাকাও: http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f8/Visa_pages_%28pp._24_and_25%29_of_a_Macau_ePassport.jpg
যুক্তরাজ্য: http://i.dailymail.co.uk/i/pix/2010/08/25/article-0-0AE96634000005DC-444_634x450.jpg
মিররমাইনড বলেছেনঃ
জনাব মেহের আলী প্রবাসী, আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপনি একটা বিভ্রান্তিতে আছেন৷ তাই আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি একটি কোম্পানীর ওয়ার্কার ডাটা সংরক্ষণ, ইকামা রিনিউ, পাসপোর্ট আপডেট, ছুটি লাগানোর কাজ করি৷ আপনি যে সমস্যার কথা লিখেছেন সেটা বিগত হয়েছে৷ আমরা যারা সাউদী প্রবাসী সবাই নিশ্চয়ই আওয়ামী লীগ সমর্থক নই, বিশেষ করে যারা সাউদী সরকারের ইসলামী দাওয়াহ বিভাগে কাজ করে তারা অধিকাংশ লোকই আওয়ামী বিরোধী৷ তার উপর যুদ্ধাপরাধ আর হেফাজত দমন ইস্যুর কারণে দাওয়াহ বিভাগের সাথে জড়িত লোকেরা পাসপোর্টটাকে একটি ইস্যু বানিয়েছে৷ আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতে চোস্ত৷ পাসপোর্টে কোন মন্দির বা দেবীর ছবি দেওয়া হয় নি, আপনি দেখুন প্রতিটি ছবির ক্যাপশন আছে, এগুলো বিশেষ ঐতিহাসিক স্থান, স্থাপনা আর কিছু জয়নূল আবেদীনের আঁকা ছবি৷ এগুলো দিয়েই তারা মিথ্যা প্রচারণা চালিয়েছিল, ক্যাপশন গুলো বাংলাতে হওয়ায় সাউদীরা বুঝতে পারি নি সত্যটা কী৷ সে ভুল তারা বুঝতে পেরেছে৷ আমি কখনো পাসপোর্ট মালুমাত বা ছুটি লাগাতে সমস্যায় পড়ি নি৷ দুএক জায়গায় হয়তো হয়েছে৷
তবে ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার হচ্ছে, ঘটনাটা তত গুরুত্বপুর্ণ নয়৷ এটা বাঁশের কেল্লা স্টাইলে বিভান্ত্র মূলক একটা অপপ্রচার মাত্র৷ আশা করি বুঝতে পারছেন৷
বাংগাল বলেছেনঃ
বাংলাদেশ নামের দেশ , যে দেশটাতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংখ্যক মুসলমানের বসবাস , যে দেশটা পৃথিবীর মানচিত্রে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অংকিত হয়েছে , সেই দেশটাকে সেই জাতিটাকে স্বীকৃতি দিতে সৌদি আরবের লেগেছে ১২৪০ দিন ( ১৬/৮/১৯৭৫) ।
ওদের এবং কিছু বাংলাদেশি কে খুশি করতে হলে পাসপোর্টে চান্দে সাইদির মুখ সহ ছবি দিতে হবে । অদ্ভুত মানসিকতা !!!!