ডিশ লাইনও বন্ধ!!!

প্রবাসী
Published : 12 March 2012, 05:01 PM
Updated : 12 March 2012, 05:01 PM

খবরে প্রকাশ দেশের বিভিন্ন অঞ্চলসহ খুদ রাজধানীর নানা স্থানের ডিশ লাইন বন্ধ রয়েছে। দেশের মানুষ বেসরকারি কোন চ্যানেলের খবরসহ কোন অনুষ্ঠান বিশেষ করে বিএনপির সমাবেশের খবর দেখতে পারছে না। অনুষ্ঠানটি লাইভ প্রচার করতে কয়েকটি চ্যানেল আগ্রহী হলেও সরকার তার অনুমতি দেয়নি।

কি কারণে হঠাৎ করে বিভিন্ন স্থানে ডিশ লাইনের সেবা বন্ধ করে দেয়া হলো তার কারণ জানা যায়নি।

তবে ধারনা করা হচ্ছে বিএনপির সমাবেশের খবর যাতে সাধারণ জনগণ জানতে না পারে সেজন্যই সরকার পরিকল্পিত ভাবে ডিশ লাইন বন্ধ করে দিয়েছ।
আ.লীগ সরকার জনগণের জান-মালের নিরাপত্তার জন্য নিন্মোক্ত পদক্ষেপ নিয়েছে:
১> গণ পরিবহন (জল, স্থল, নৌপথ) বন্ধ করেছে – যাতে সন্ত্রাসীরা (বিএনপি-জামাতের) সমাবেশে ঢুকে কোন প্রকার নাশকতা সৃষ্টি করার সু্যুগ না পায় (প্রশংসনীয়)।
২> হোটেল রেস্তরা বন্ধ রেখেছে – যাতে সন্ত্রাসীরা (বিএনপি-জামাতের) হোটেলে ঘুমিয়ে বা রেস্তুরায় খেয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করতে না পারে (প্রশংসনীয়)।
৩> ডিশ লাইন বন্ধ করে দিয়েছে – যাতে………………………………(দুঃখিত সুবিধা জনক কোন কারন খুজে পাচ্ছি না)।

এমন করার কি কোনও প্রয়োজন ছিল??? সমাবেশ দেখে আমরা আম জনতা তো ঠিকই বুঝতে পারছি বিজয়ী কে হল। এই সমাবেশের সফলতা কার পক্ষে……এবং কার জন্য আজ এই সমাবেশ সফলতার মুখ দেখল।