পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সৌদি সরকারের ক্লিয়ারেন্স পাননি সে দেশে সফর করতে!!!

প্রবাসী
Published : 14 March 2012, 05:52 AM
Updated : 14 March 2012, 05:52 AM

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী দীপু মণিকে সৌদি সরকার সেদেশে সফর করার অনুমতি দেননি বলে খবরে প্রকাশ। মন্ত্রীর পরিকল্পনায় ছিল জার্মানির হামবুর্গে (১৪ই মার্চ) মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মামলার রায় ঘোষণার অনুষ্ঠান থেকে ফেরার পথে সৌদি যাবেন তিনি। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় (গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত) মন্ত্রীর সফরের বিষয়ে রিয়াদের দূতাবাস কিংবা ঢাকার পররাষ্ট্র দপ্তরকে কিছুই জানায়নি। এমনকি পরবর্তী এ ধরনের কোন সফর হতে পারে বলেও তাদের তরফে কোন আগ্রহ দেখায়নি। সন্ধ্যায় পররাষ্ট্র দপ্তরের এক দায়িত্বশীল সূত্র জানায়, রিয়াদের অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে সফর সংক্ষিপ্ত করে ঢাকা ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী। বুধবার সমুদ্রসীমার রায় ঘোষণার পর দুবাই হয়ে ঢাকা ফিরবেন তিনি।

অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে ঢাকায় সৌদি কূটনীতিক নিহত হওয়ার ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসকে ওই দায়িত্ব দেয়া হয়েছিল ৬ দিন আগে। ঢাকা থেকেও নানাভাবে চেষ্টা চলছিল।

ক্লিয়ারেন্স না দিয়ে সৌদি সরকার কি কোনও ম্যাসেজ দিল পররাষ্ট্রমন্ত্রী তথা বাংলাদেশকে?