চার বছর বয়সেই এত্ত বুদ্ধি!!!

প্রবাসী
Published : 14 April 2012, 02:08 PM
Updated : 14 April 2012, 02:08 PM

প্রথম আলো অনলাইনের একটা শিরোনাম: ""চার বছরেই বুদ্ধিতে আইনস্টাইনের কাছাকাছি"" নাম তার হানকিন্স, বয়স মাত্র চার। থাকে বাবা-মায়ের সাথে যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের উইনচেস্টারে। এই চার বছর বয়সেই তার বুদ্ধি প্রায় আলবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিংয়ের কাছাকাছি!!
ইন্টারন্যাশনাল হাই আইকিউ সোসাইটি 'মেনসা ইন্টারন্যাশনালের' দেওয়া তথ্য অনুযায়ী, আলবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিংয়ের আইকিউ ১৬০। আর এই ক্ষুদে হানকিন্সের আইকিউ'র মাত্রা ১৫৯। "মেনসা" এর মতে একজন পূর্ণ বয়স্ক মানুষের আইকিউ'র গড় মাত্রা ১০০।

হানকিন্স মাত্র দুই বছর বয়েসেই এক থেকে চল্লিশ পর্যন্ত গণনা শিখে ফেলে। মেনসা'র সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের উচ্চ মেধাসম্পন্ন শিশুদের লক্ষণগুলো হল: তাদের অসাধারণ স্মৃতিশক্তি থাকে, খুব অল্প বয়সে পড়তে শেখে, অন্য শিশুদের সহ্য করতে পারে না এবং বিশ্বের বিভিন্ন বিষয়ে তারা বেশ আগ্রহী ও সচেতন থাকে। এ ধরনের শিশুরা সাধারণত অন্যদের সারাক্ষণ প্রশ্নবাণে জর্জরিত রাখতেও ভালোবাসে।

আমরা হয়ত অদূরভবিষ্যতে নতূন কোন তত্ব পেতে জাচ্ছি এই ক্ষুদে আইনস্টাইন'র থেকে। হানকিন্স'র প্রতি রইল শুভ কামনা।