ভোট দিন, দ্য ববস পুরস্কারের জন্য মনোনীত হয়েছি!

প্রবীর বিধান
Published : 2 April 2016, 04:09 PM
Updated : 2 April 2016, 04:09 PM

এ বছরের ডয়চে ভেলের দ্য ববস পুরস্কারের জন্য "ভাষাভিত্তিক" User Award Bengali ক্যাটাগরিতে আমার এই ব্লগটি মনোনয়ন পেয়েছে।

প্রায় ২,৩০০ প্রতিযোগী ব্যক্তি ও ওয়েবসাইটের মধ্য থেকে ১২৯ জন ফাইনালিস্টের তালিকা প্রকাশ করা হয়েছে বৃহষ্পতিবার।

আগামী ২রা মে পর্যন্ত ভোট দেয়া যাবে thebobs.com ওয়েবসাইট থেকে। একজন ইন্টেরনেট ব্যবহারকারী প্রতিদিন একেকটি ক্যাটাগরিতে একটি করে ভোট দিতে পারবেন।

ভাষাভিত্তিক ক্যাটাগরিতে আরো চারজন বাংলাদেশী প্রতিযোগী ও ওয়েবসাইট ছাড়াও অন্য তিনটি ক্যাটাগরিতেও বাংলাদেশীরা জায়গা করে নিয়েছেন – "সামাজিক পরিবর্তন" ক্যাটাগরিতে ফেসবুক ভিত্তিক পেজ Save Sunderbans; "টেক ফর গুড" ক্যাটাগরিতে নারীদের শারীরিক ও মানসিক সমস্যা সমাধানে সহায়তা দানকারী ওয়েবসাইট ও অ্যাপ Maya এবং "শিল্প ও সংস্কৃতি" ক্যাটাগরিতে আলোকচিত্রী জিএমবি আকাশের ইনস্টাগ্রাম প্রোফাইল।

ভোট শেষে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ২রা মে।

২০১১ সালের ১১ই ফেব্রুয়ারিতে নিবন্ধিত হয়ে বর্তমান ঘটনাবলী ও জনগুরুত্বসম্পন্ন বিষয়ে এ পর্যন্ত ১৪৩টি ব্লগ পোস্ট করেছি।

এর আগে ২০১২ সালে বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম ব্লগের "নাগরিক সাংবাদিক সম্মাননা স্মারক" লাভ করি।

আমার লেখা ছাপাতে এবং বিভিন্ন সময়ে হুমকিধামকি ও আপত্তিকর মন্তব্য সরাতে সাহায্য করায় ব্লগপোষককে ধন্যবাদ। আর আমার লেখা পড়া ও বস্তুনিষ্ঠ মন্তব্য করে অনুপ্রানিত করার জন্য সকল ব্লগার ও পাঠকদের ধন্যবাদ জানাচ্ছি।