জাবি’র সাংবাদিক পেটানোয় ছাত্রলীগের ৬ জন সাময়িক বহিষ্কার

প্রবীর বিধান
Published : 21 March 2012, 02:34 PM
Updated : 21 March 2012, 02:34 PM

গতবছরের নভেম্বরের ২০ তারিখে জনকণ্ঠের জাবি প্রতিনিধি আহমেদ রিয়াদকে পিটিয়ে অজ্ঞান করে ফেলার ঘটনায় মহান শরীফ এনামুল কবীরের প্রশাসন মার্চের ১০ তারিখের সিন্ডিকেট সভায় ৬ ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করেছে। আর সংবাদ বিজ্ঞপ্তি দিল আজকে!!!

কারন মনে হয় এই যে, যার সাথে ঝামেলার সূত্র ধরে সে মার খেল তার বিরুদ্ধে কোন ব্যবস্থাই নিল না আওয়ামী লীগের প্রশাসন।

সেদিন বিকালে সেন্ট্রাল মাঠে ক্রিকেট প্র্যাকটিস করাকে কেন্দ্র করে ভাসানী হলের পারভেজের সাথে তর্ক হয় রিয়াদের। পরে ২০-৩০ জন ছাত্রলীগ কর্মী ডেইরি গেটে তাকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে। তার মাথা ও কোমর মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।

শাস্তি পাওয়া ৬জনের মধ্যে ৪ জনকে ৬ মাসের জন্য ৩ মাসের জন্য বহিষ্কার করে প্রশাসন। এরা হলঃ একাউন্টিং-এর নাহিদ হোসাইন ও মাজেদ সীমান্ত, প্রত্নতত্ত্ব বিভাগের মশিউর রহমান রোজেল এবং সরকার ও রাজনীতি বিভাগের রাশেদুল হক পিয়াস।

বাকি ২জন হলঃ ভূতত্ত্ব বিভাগের শামীম হোসেন এবং ব্যবস্থাপনা বিভাগের মনিরুল ইসলাম।

ঘটনার পর পর ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এসএম আজগর আলী ছাত্রলীগের কর্মীদের জড়িত থাকার কথা স্বীকার করে তাদের শাস্তি দাবি করে।