আপনারা কি জানেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলটি ভালো?

প্রজাপতি উড়ে
Published : 18 Sept 2012, 06:55 AM
Updated : 18 Sept 2012, 06:55 AM

আধুনিক তথ্য প্রযুক্তির যুগে অনেক বেশি আপডেট আপনারা । তাই আজ আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছি । আপনারা নিশ্চয়ই অবগত আছেন বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ৩৮ টি রাজনৈতিক দল রয়েছে । এ দল গুলো থেকে আপনার পছন্দের দলটি বাছাই করুন।

নির্বাচন কমিশনের তথ্য মতে, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলগুলো হলো
বাংলাদেশ আওয়ামী লীগ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),
বাংলাদেশ জামায়াতে ইসলামী,
জাতীয় পাটি (জাপা),
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ),
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি,
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি),
লিবারেল ডেমোক্রেটিক পার্টি,
জাতীয় পার্টি (জেপি),
কৃষক-শ্রমিক জনতা লীগ,
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি,
গণতন্ত্রী পার্টি,
বিকল্পধারা বাংলাদেশ,
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি),
জাকের পার্টি,
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ,
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল,
বাংলাদেশ তরিকত ফেডারেশন,
বাংলাদেশ খেলাফত আন্দোলন,
বাংলাদেশ মুসলিম লীগ,
ন্যাশনাল পিপলস পার্টি,
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,
গণফোরাম,
গণফ্রন্ট,
প্রগতিশীল গণতান্ত্রিক দল,
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ),
বাংলাদেশ জাতীয় পার্টি,
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন,
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ,
বাংলাদেশ কল্যাণ পার্টি,
বাংলাদেশ বিপ্লবী পার্টি,
খেলাফত মজলিশ,
বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ও
বাংলাদেশ সাম্যবাদী দল।

এ দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টি রাজনীতির মাঠে সব সময় সক্রিয়। সাধারণ মানুষ রাজনীতি ও এদেশের রাজনৈতিক দল বলতে এ দলগুলোকেই বোঝে।
দ্বিতীয় সারির দলগুলোর মধ্যে জাসদ, ওয়ার্কার্স পার্টি, বাসদ, কল্যাণ পার্টি, এলডিপি, জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, কমিউনিস্ট পার্টি, বিকল্পধারা ও ইসলামী ঐক্যজোট বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কিছু সভা, সেমিনার, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে মাঝে মাঝে নিজেদের অবস্থান জানান দেয়। ইদানীং মিডিয়াতে এ সব দলের দুই একজন পরিচিত নেতার বারবার উপস্থিতিও দলগুলোর অস্তিত্ব জানান দেয়।

বাকি দলগুলোর অধিকাংশ সাইনবোর্ড সর্বস্ব এককক্ষ বিশিষ্ট একটি অফিস নিয়ে কোনোভাবে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার চেষ্টা করছে।

মতামতের সময় যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে । তা হল


১ । সাংগঠনিক কাঠামো,
২ । কর্মসূচি ও কর্মপদ্ধতির ধরন,
৩ । সততা ও দেশপ্রেম,
৪ । দলীয় শৃঙ্খল,
৫ । কর্তব্যনিষ্ঠা ও জবাবদিহিতা,
৬ । জনগণের মতামতরে প্রতি শ্রদ্ধাশীল,
৭ । জনগণের সমস্যা সমাধানের প্রতি গুরুত্ব প্রদান ।

বিঃ দঃ আবেগের বশবর্তী হয়ে কেউ মতামত দিবেন না। কারণ বিবেক দিয়ে ভাবুন। আমি কাকে ভালো বলছি। আসলে কি দলটি ভালো????????