জবিতে পুলিশের তাণ্ডব

প্রজাপতি২
Published : 27 Sept 2011, 03:16 AM
Updated : 27 Sept 2011, 03:16 AM

বাংলাদেশের পুলিশ সম্মন্ধে এখন দেশের বাইরেও আলোচনা হয়, কেন হয় তা গতকাল নিজের চোখে দেখলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছিল শতভাগ যৌক্তিক এবং শান্তিপুর্ণ। সকাল ৯টার দিকে যখন ছাত্ররা তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে আসে এবং রায়সাহেব বাজার মোড়ে জড় হয়, তখন তারা মুখে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছল। ছাত্রদের মাঝ থেকে বার বার সাবধান করা হচ্ছিল, কেউ যেন ভাঙচুর বা কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে। কিন্তু আজব ব্যাপার হলো যারা এ সকল কথা বলছিল পুলিশ তাদেরকে ছাত্রলীগ ক্যাডারদের পরামর্শ অনুযায়ী একে একে ধরে নিয়ে যেতে থাকে। তখন এক পর্যায়ে সাধারণ ছাত্ররা ক্ষুব্দ হয়ে উঠে এবং তখন আরম্ভ হয় পুলিশের নারকীয় তান্ডব সাথে প্রধান মন্ত্রীর সোনার ছেলেরা তো আছেই। বাধ্য হয়ে ছাত্ররা আত্মরক্ষার জন্য পিছু চলে যায় এবং কিছু সাধারণ ছাত্র বিভিন্ন দোকানে এবং বাড়িতে আশ্রয় নেয়, রক্ষা হয়নি তাদের ছাত্রলীগ ক্যাডাররা প্রতিটা দোকান সার্চ করে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন চালায়। তাছাড়া খুবই নিরীহ যারা কোনরকম দৌড়ে পালাবার চেষ্টা পর্যন্ত করেনি, পুলিশ মরা বাঘের গালে থাবা মারার মত তাদের সাথে বাহাদুরি দেখায়, তাদেরকে আটক করে নিয়ে যায়।