শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিনলিপি

মেহদাদ
Published : 17 July 2011, 07:24 AM
Updated : 17 July 2011, 07:24 AM

অনেক দিন হয়ে গেল এই বিশ্ববিদ্যালয়ে আছি। এর মধ্যেই অনেক গল্পের সূচনা হয়েছে,দেখা হয়েছে অনেক স্বপ্ন। প্রথম যখন এসেছিলাম তখন এই স্বপ্নপুরীর অবস্থা আর এখনকার অবস্থার মাঝে অনেক পরিবর্তন।দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছে এই ক্যাম্পাস। সবুজে ঘেরা এই ক্যাম্পাসকে ছেড়ে যেতে হবে আর কিছুদিন পর। ভাবতেই খারাপ লাগে। গাছ গাছালিতে ঢাকা এক কিলো ছেড়ে চলে যেতে হবে এটা ভাবতেই খুব কষ্ট লাগে। মাসুক মামার টং,লাল টং এর চা,টিলার উপর শহীদ মিনার সব কিছু যেন হাতছানি দিয়ে আমাকে ডাকবে বার বার। তবুও যেতে হবে।নতুন করে শুরু করতে হবে জীবন এর নামই জীবন চলমান এক ………