মৌলিক ইস্যুতে বিভেদ

কাজী মাহমুদুর রহমান
Published : 21 August 2014, 08:56 AM
Updated : 21 August 2014, 08:56 AM

পৃথিবীর দরবারে রবীন্দ্রনাথ বাঙলার গান কবিতা হাজির করেছিলেন। নেতাজী সুভাষ বসু পৃথিবীর দরবারে স্বাধীনতার আর্জি পেশ করেছিলেন। শেখ মুজিব পৃথিবীর দরবারে বাঙলাকে স্থান করে দিয়েছেন। সাইক সিরাজ বাঙলার কৃষককে পৃথিবীর দরবারে মানব সম্পদ হিসেবে তুলে ধরার আপ্রান চেস্টা চালাচ্ছেন। এখন দরকার বাঙলার রুপ.. জীবনান্দর ভাবনাকে ছবিতে ফুটিয়ে পৃথিবীর দরবারে পৌছে দেয়া।

গিনিস বুকে রের্কড করার মত। অবাক হয়ে ভাবতে থাকি একটা বিষয়। বিষয়টা হলো বহু রাজনীতি দল গঠন হয় উন্নয়ন ইস্যুতে। অথচ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংস্কৃতি প্রভৃতি মৌলিক ইস্যুতে। সত্যি অবাক করার মতো। একপক্ষ এই মৌলিক ইস্যুগুলোকে বাদ দিয়েছে .. অপরপক্ষ তা লুফে নিচ্ছে। অথচ এই সকল মৌলিক ইস্যু না থাকলে অস্তিত্ব টিকে থাকবে না। যদি না বাইরের কোন শক্তি হাত ধরে বসিয়ে না রাখে। এখন আর এক টেলিভিশনের যুগ নাই.. .. .. .. .. … ঘরে ঘরে সাংবাদিক।

কাজী মাহমুদ/ ২৫.১১.২০১৩