হল ইন্সপেক্টরদের ট্রেনিং প্রয়োজন

কাজী মাহমুদুর রহমান
Published : 21 August 2014, 01:27 PM
Updated : 21 August 2014, 01:27 PM

পরীক্ষার হল ইনসপেকটরদের ট্রেনিং প্রয়োজন। বিশেষ করে "শব্দবিহীন পরীক্ষার হল ব্যবস্থাপনা"র উপর তাদের বিশেষ প্রশিক্ষন প্রয়োজন।
পরীক্ষার হলে কোন ধরনের শব্দ, হৈ চৈ, বা কোন নকল, দেখাদেখি, বা অসদাচরণ না হয় সে জন্য প্রতিটি পরীক্ষার হলে হল ইনসপেক্টর পরীক্ষা নিয়ন্ত্রক খন্ডকালীন নিয়োগ দিয়ে থাকেন। কেউ কেউ এই ইন্সপেক্টরদের হল গার্ড টিচার বলেন। দেখা যায় তারা গার্ড দিতে এসে এমন হৈ চৈ করেন তাতে যারা ভাল প্রস্ততি নিয়ে পরীক্ষা দিতে বসে তাদের খুব সমস্যা হয়। বার বার তারা শব্দের কারনে মনোযোগ হারিয়ে ফেলে। পরীক্ষা ভাল হয় না। সে জন্য সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকদের কাছে আবেদন হল ইন্সপেক্টরদের সঠিক প্রশিক্ষন দিয়ে পরীক্ষার হলে পাঠান।

০১.১১.২০১১