ভিক্ষুকদের আয়কর

কাজী মাহমুদুর রহমান
Published : 15 Sept 2014, 04:55 PM
Updated : 15 Sept 2014, 04:55 PM

ভিক্ষুকদের ইনকামের উপর ট্যাকস বসানো প্রয়োজন। যখন এসি বাস ভাড়া করে ভিক্ষুকরা ঈদে বাড়ী ফেরে। নিজে একাই একটা গরু কোরবানী দেয়। যখন প্রকৃত অসহায় ব্যক্তিটি নূন্যতম সাহায্য পায় না। সুধু মাত্র লোক লজ্জার ভয়ে সে হাত পাততে পারে না। তখন আমার আপনার কী করা উচিৎ? ইমোশনাল দোহাই ও ধর্মীয় অজ্ঞতার কারনে ঢাকা শহরের ধর্মভীরুর কাছ থেকে হাজার হাজার টাকা আয় করছে ভিক্ষুকরা। বিশেষ করে সবেবরাত রাত থেকে কোরবানী ঈদের পরদিন পর্যন্ত। রাষ্টের উচিৎ ভিক্ষুকদের পূর্নবাসনের ব্যবস্থা করা ও সামাজিক প্রতারনা বন্ধ করা।