ওযুখানাতে পানির অপচয় এবং বদনার প্রচলন

কাজী মাহমুদুর রহমান
Published : 28 Jan 2015, 12:04 PM
Updated : 28 Jan 2015, 12:04 PM

বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোর ওযুখানায় পানির কল বা ট্যাপের প্রচলন হয়েছে। মুসুল্লিরা সহজে ওযু করতে পারেন। পূর্বের তুলনায় এখন আমারা আরামের সহিত নিজেকে সহজে পবিত্র করতে পারি। তবে একটি বিষয় দেখে খুব কষ্ট লাগে। যখন মুসুল্লিরা ওযু  শুরু করেন, তখন ট্যাপ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। একটু হিসেব করলে দেখা যাবে প্রায় এক বালতি পানি ড্রেনে চলে যায় একজন মুসুল্লির ওযু করতে। এটা এক ধরনের অপচয়। ইসলাম অপচয় সমর্থন করে না।

ট্যাপ প্রচলনের কারনে না চাইলেও অপচয় করতে হয় । এই অপচয় রোধ করা প্রয়োজন। এর জন্য প্রত্যেক ওযুখানাতে বদনার প্রচলন করা যেতে পারে। বদনা থাকলে একজন মুসুল্লি এক বদনা পানি দিয়েই ওযু করবে, এতে পানির অপচয় রোধ হবে।