রামপুরা রোড রিক্সামুক্ত হোক

কাজী মাহমুদুর রহমান
Published : 7 Dec 2015, 04:54 AM
Updated : 7 Dec 2015, 04:54 AM

মগবাজারের জ্যাম সমাধানের লক্ষ্যে, সরকার যে ফ্লাইওভার করার উদ্দ্যোগ নিয়েছে তা নিঃস্বন্দেহে প্রশংসনীয়। নির্মানকাজ ৫/৬ বছরে শেষ হতে সময় প্রয়োজন হবে বলে মনে হচ্ছে। এই সময়গুলোতে মগবাজারের রাস্তা ব্যাহারকারীদের নানারকম জ্যামযুক্ত ভোগান্তির সম্মুখিন হতে হয়। বিশেষ করে উত্তরা বা গাজীপুরগামী যানবাহনের এইটুকু রাস্তা পার হতে সময় সময় প্রয়োজন হয় ২/৩ ঘন্টা। এই সমস্যা সমাধানের জন্য সরকার রামপুরা বিশ্বরোড়কে রিক্সামুক্ত করতে পারেন। বিশেষকরে মগবাজার ফ্লাইওভার নির্মানকালীন সময়ের জন্য রিক্সামুক্ত করলে উক্ত বিশ্বরোডের পুরোপুরি ব্যবহৃত হতো এবং উত্তরা বা গাজীপুরগামী যাত্রীদের জীবনযাপন একটু সহজ হতো ।

এই উদ্যোগের পাশাপাশি সরকার বিশ্বরোড থেকে সায়দাবাদ ও বিশ্বরোড থেকে কাকরাইল পরযন্ত যানবাহনের একমুখি চলন করতে পারেন। তাতে ঢাকার রাস্তায় চলাচলকারী সকল যাত্রিরা যানজট থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। মাননীয় যোগাযোগ মন্ত্রির কাছে অনুরোধ তিনি যেন যানজট নিরসনের জন্য নিম্নের দুটো পদক্ষেপ নেনঃ

(ক) বিশ্বরোড ফ্লাইওভার থেকে সায়দাবাদ পর্যন্ত রিক্সামুক্ত করা

(খ) বিশ্বরোড থেকে সায়দাবাদ ও বিশ্বরোড থেকে কাকরাইল পরযন্ত একমুখি চলন করা।