সামুদ্রিক প্রাণী জাদুঘর বন্ধ হলো কেন?

কাজী মাহমুদুর রহমান
Published : 20 Dec 2015, 07:14 PM
Updated : 20 Dec 2015, 07:14 PM

এবার খুব আশ্চর্য হলাম কক্সবাজারের সামুদ্রিক প্রাণী বা সামুদ্রিক মাছ (Marine Fish) জাদুঘর বন্ধ দেখে। লোকমুখে শুনতে পেলাম বছর দুয়েক হলো যাদুঘরটি বন্ধ হয়ে গিয়েছে। যাদুঘরটি বন্ধ হয়ে যাবার ফলে অপরিসীম জ্ঞান আহোরণের পথ রোধ হয়েছে। কক্সবাজারে যারা আসেন তাদের মনোযোগ সি-বিচের দিকে থাকার কারনে পর্যটন কেন্দ্র সংল্গন সামুদ্রিক প্রাণী জাদুঘরটির অনেকের দৃষ্টি এড়িয়ে গিয়েছে। কক্সবাজারে রয়েছে দীর্ঘতম সামুদ্রিক বিচ যার নান্দনকিতা পৃথিবী বিখ্যাত। এই বিচে প্রতিনিয়ত নানা ধরনের সামুদ্রিক মাছ ধরা পড়ে। বিভিন্ন দেশ থেকে যারা কক্সবাজার ভ্রমন করেন তাদের জন্য এই মেরিন মিউজিয়াম খুবই উপকারি সংগ্রহশালা। বিশাল সমুদ্রের নিচের রহস্য আমাদের কাছে সবসময়ই রহস্যময়। বাংলাদেশ সরকারের মাননীয় পর্যটন মন্ত্রীর কাছে অনুরোধ করবো তিনি যেন স্বউদ্যোগী হয়ে কক্সবাজারের সামুদ্রিক প্রাণী জাদুঘরটি পুনরায় চালু করেন।