সন্তানের প্রতি মায়ের ভালোবাসা

কাইয়ুম
Published : 25 Dec 2012, 01:02 PM
Updated : 25 Dec 2012, 01:02 PM

আফগান যুদ্ধক্ষেত্রে তালেবান হামলায় নিহত হন ব্রিটিশ সৈনিক জাফা অ্যাথারটন ২০০৭ সালের জুলাই মাসে | ২৫বছর বয়সী জাফার মারা যাওয়ার ঘটনায় শোকে পাথর হয়ে যান তার মা গিল অ্যাথারটন |এক সময় চেষ্টা করেন কষ্ট ভুলতে, কিন্তু সন্তান হারানোর কষ্ট তাকে বারবার আত্মহত্যার দিকে চালিত করছিল|এজন্য তিনি মনোবিদদের পরামর্শ নিতেত, অথচ তিনিই কিন্তু শেষেবেলায় আত্মহত্যা করলেন |হ্যা তিনিই প্রথম আফগান যুদ্ধে নিহত কোন সৈনিকের মা,যিনি প্রথম আত্মহত্যা করলেন সন্তান হারানোর শোকে |জাফার মৃত্যু সবসময় তাড়িয়ে বেড়াত তার মাকে|আর তাই সন্তানকে ছাড়া বেঁচে থাকা মূল্যহীন মেনে নিয়ে শোকে পাথর জাফার মা নিজ ফ্লাটে আত্মহত্যা করলেন |এই ঘটনাটি আমাদের স্মরন করিয়ে দেয় যে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা থাকে আজীবন,সেটা কেও নষ্ট করতে পারে না এমন কী মৃত্যু |