রাজধানীর পরিবহন সমস্যায় নতুন মাত্রা: পাবলিক পরীক্ষা

রাফেল কবির
Published : 16 May 2011, 07:39 AM
Updated : 16 May 2011, 07:39 AM

রাজধানীর ক্রমবর্ধমান পরিবহন সমস্যায় নতুন মাত্রা যোগ করেছে এস.এস.সি ও এইচ.এস.সি. পরীক্ষার মতো পাবলিক পরীক্ষাগুলো। যে দিনগুলোতে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সে দিন সকালে যানবাহনের দুষ্প্রাপ্যতা এবং অতিরিক্ত ভিড়ের কারনে সীমাহীন দূর্ভোগ পোহাতে হয় অফিসগামী মানুষকে। এমনিতেই যানজট, জ্বালানির মূল্যবৃদ্ধি ও নানাবিধ সমস্যায় আন্ত:রাজধানী পরিবহন ব্যবসায় বিনিয়োগের পরিমান দিনকে দিন কমছেই; ওদিকে শহরমুখী মানুষের সংখ্যা বাড়ছে আশংকাজনক হারে। তার উপর এধরনের উপলক্ষগুলি সেই সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে বহুগুণে।

উপায় কী? পাবলিক পরীক্ষা কি তাহলে বন্ধ করে দিতে হবে? না। পাবলিক পরীক্ষার সময় সূচী পরিবর্তন করে সমস্যার আপাতত: একটা সমাধান কিন্তু করা যায়। ইতোপূর্বে সরকারী ও বেসরকারী অফিস এবং স্কুল-কলেজের সময় সূচী পরিবর্তন করে যানজট সমস্যার কিছুটা হলেও সমাধান করা গিয়েছিলো। কাজেই সরকার ও সংশ্লিস্ট শিক্ষাবোর্ড এ ব্যাপারে উদ্যোগী হলে অফিসগামী মানুষের ভোগান্তি হয়তো কিছুটা কমত।