সংঘর্ষের বলি শিশু কেন?????

রফিকুল ইসলাম
Published : 20 Jan 2012, 01:12 PM
Updated : 20 Jan 2012, 01:12 PM

ঢাকার কেরানীগঞ্জে মার্কেট দখল নিয়ে সরকারদলীয় দুই পক্ষের সংঘর্ষে ছোঁড়া গুলিতে নিহত হয়েছে এক শিশু। সে স্থানীয় আমবাগিচা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। গতকাল সকালে স্কুল থেকে ফিরে সোহেল বাবার কাছ থেকে টাকা নিয়ে মার্কেটে খাবার কিনতে গিয়েছিল সে । পত্রিকায় দেখা তার আপনজনের আকাশ ভাঙ্গা কান্না আর আকুতির কোন উত্তর নেই। এই ছোট নিষ্পাপ শিশুটির কী দোষ ছিল? ওকে কেন সংঘর্ষের বলি হতে হল? এটা কি কোন নেতা-নেত্রী ভাবে? ওরা শুধু সংঘর্ষ, স্বার্থ আর খুন নিয়ে আছে। বুকের তাজা রক্ত ঢেলে বীর মুক্তিযোদ্ধারা কি এই উদ্দেশে দেশ স্বাধীন করেছে? আমরা কি এতটুকু ভাবি এই দেশের প্রতি আমাদের কত দায়িত্ব। দেশটাকে পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করা হয়েছে অসংখ্য বাসনা নিয়ে। যেখানে সবাই স্বাধীন ভাবে থাকবে, থাকবে না দুঃখ, কষ্ট, আমরা থাকবো সবাই আপনভাবে। কিন্তু হায়! আজ কি হল? একটি ছোট শিশুকেই জীবন দিতে হচ্ছে তার নিজ দেশে, নিজ দেশের মানুষের হাতে।