নগ্ন ছবি প্রকাশ কি সংবাদ মাধ্যমের প্রকৃত স্বাধীনতা?

রাফসানযানি প্রীতম
Published : 8 Feb 2016, 08:37 PM
Updated : 8 Feb 2016, 08:37 PM

কালকে banglanews24.com এর ওয়াব সাইটে " সাম্বায় উদোম উদ্দাম রিও, জিকায় সতর্কতা চুম্বনে! '' শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন দেখলাম (প্রতিবেদনটির লিংক=http://tinyurl.com/zrcmke4)। সংবাদ প্রতিবেদনটিতে সংযুক্ত ছবি গুলো সবগুলোই রুচিশীল পাঠকদের কাছে আপত্তিকর , আশলীল ও নগ্ন যা উপমহাদেশীয় সভ্যতা ও সমাজের বিকাশের সাথে সাংঘষিক । ঐ নগ্ন ছবি প্রদশর্ন সংবাদ মাধ্যমের স্বাধীনত্বার কোন অংশের মধ্যে পড়ে না ও সেটি একটি আপরাধ তা আমি নিশ্চিত ভাবেই বলতে পারি । বাংলাদেশ ও পশ্চিমবাংলার কিছু সংবাদ মাধ্যমই প্রায় প্রায় এই ধরনের কিছু ছবি প্রকাশ করে থাকে । বাংলাদেশ সরকারের উচিত সংবাদ মাধ্যমের এই সব আশলীলা নিয়ন্ত্রনে নীতিমালা প্রনয়ন ।


(বিঃদ্র = ছবিগুলোতে মহিলাগুলোর শরীরের স্পর্শকার স্থানগুলো ঢেকে পাঠকদের উদ্দেশ্যে প্রকাশ করলাম )