নির্মান শিল্পে বাঙ্গালী প্রকৌশলী ফজলুর রহমান খানের আবদান

রাফসানযানি প্রীতম
Published : 23 Feb 2016, 07:58 PM
Updated : 23 Feb 2016, 07:58 PM

ফজলুর রহমান খান একজন বাঙ্গালী মুসলিম প্রকৌশলী ৷ ১৯২৯ সালে জন্মগ্রহন করেন ৷ তার পিতা ছিলেন জগন্নাথ কলেজের অধ্যক্ষ ৷ ফজলুর রহমান খান ছিলেন আকাশচুম্বী ভবন নির্মানের পতির্থক ও computer-aided design(CAD) এর আগ্রদূত ৷ তাকে বলা হয় The father of tubular designs তিনি Indian Institute of Engineering Science and Technology, Shibpur এ শেষ বর্ষের ছাত্র থাকাকালিন তার শেষ বর্ষের পরিক্ষা চলাকালীন ১৯৭২ সালে দাঙ্গাতে সপরিবারে নির্যাতিত হয়ে ঢাকায় চলে আসেন ৷এবং তিনি এসে Bangladesh University of Engineering and Technology এ ভর্তি হয় এবং তাকে তৎকালিন অধ্যক্ষ তাকে এই শর্তে ভর্তি নেন ও শেষ বর্ষে পরিক্ষা দেবার আনুমতি দেন যে তিনি Institute of Engineering Science and Technology, Shibpur এ যে পরিক্ষা গুলো দিয়েছে সে পরীক্ষাগুলোর নম্বর Institute of Engineering Science and Technology, Shibpur কর্তৃপক্ষকে Bangladesh University of Engineering and Technology এ পাঠাতে হবে ৷ তিনি সমগ্র পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমেরিকাতে ১১০ তলা আকাশচুম্বী ভবনের ডিজাইন করেন করেন ৷ তার ডিজাইন কৃত নির্মান কাঠামো গুলো হলো

John Hancock Center, Chicago, 1965–1969
DeWitt-Chestnut Apartments, Chicago, 1963
One Shell Square, New Orleans, Louisiana, 1972
140 William Street (formerly BHP House), Melbourne, 1972
Sears Tower, Chicago, 1970–1973
U.S. Bank Center, Milwaukee, 1973
Brunswick Building, Chicago, 1965
United States Air Force Academy, Colorado Springs, Colorado
Hajj Terminal, King Abdulaziz International Airport, Jeddah, 1974–1980
King Abdulaziz University, Jeddah, 1977–1978
Hubert H. Humphrey Metrodome, Minneapolis, Minnesota, 1982
One Magnificent Mile, Chicago, completed 1983
Onterie Center, Chicago, completed 1986
মসজিদে নববীতে স্থাপিত অটোমেটিক খোলা ও বন্ধ হওয়া ছাতাগুলোর ডিজাইন ও তিনি করেছেন এটা অনেকেই জানে না। ৷ তিনি 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আমেরিকাতে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে সর্বোচ্চ আবদান রাখেন ও বিপুল পরিমান বৈদেশিক অর্থ সাহায্যের ব্যবস্থা করেন ৷ তাকে University of Illinois থেকে নির্মান শিল্পের বিকাশের জন্য আবদান রাখার জন্য Urbana-Champaign এ সম্মান জনক Phd ডিগ্রি প্রদান করা হয় ৷ তিনি Institution of Engineers, Bangladesh এর সভাপতি ছিলেন তিনি ১৯৮২ সালে মাত্র ৫২ বছর বয়সে জেদ্দাতে তিনি মৃত্যু বরন করেন ৷ আজকে আমরা আমাদের এই সকল গুনি জনদের বিশ্ব সভ্যতা বিকাশের ক্ষেত্রে আবদান ভুলে আমারা এক হীন জাতিতে পরিনত হয়েছি ৷,