এ সরকার আর চাইনা এবং কোন দিনও না

সাকিব
Published : 10 July 2012, 06:23 PM
Updated : 10 July 2012, 06:23 PM

বর্তমান সরকার দেশ পরিচালনা ব্যর্থ। তারা দূর্নীতি আর স্বজনপ্রীতি করে দেশকে অনেক নীচে নিয়ে গেছে। তারা মুখে বলে গনতন্ত্র আর কাজ করে রাজতন্ত্র ভাবে। তারা জনগনের মৌলিক অধিকার হরণ করেছে। এই সরকারের কাছে জনগন জিম্মি হয়ে আছে। আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারিনা। এ কি স্বাধীন দেশ? বর্তমান সরকার প্রতিটি খাতে দূর্নীতি করে দেশের অর্থনীতি ধ্বংস করে ফেলেছে। আমাদের মাননীয় অর্থ মন্ত্রী বলেছেন শেয়ার বাজার নাকি দুষ্ট বাজার, তার মুখে একথা শোভা পায়না। সে শেয়ার বাজারের প্রত্যেক বিনিয়োগকারীকে বলেছেন দুষ্ট, শো এ সরকারের পদত্যাগ চাই। বিশ্ব ব্যাংক বলেছে তারা দুর্নীতি। বিশ্বের কাছে তারা ধরা পড়ে গেছে। সে জন্য বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর টাকা দেয়নাই।