নক্ষত্রটির নাম তাজ

ভন্ডের বচন
Published : 23 April 2012, 02:56 PM
Updated : 23 April 2012, 02:56 PM

২৩ এপ্রিল, ২০১২। ঘন বৃষ্টি হল। ডোবার পাড় থেকে একটি ব্যাং লাফ দিয়ে পানিতে পড়ল। হরতাল হল। আরও একজন মানুষের জীবন সাঙ্গ হল। নগরীর বহু বাড়িতে ঘন্টার পর ঘন্টা লোড শেডিং হল। বহু বাড়ির মানুষ গরম টের পেল না। কত কিছুই না ঘটে গেল! শুধু দাগ কেটে গেল একটি নক্ষত্রের পতন। নক্ষত্রটির নাম তাজ।

মহাকাল হয়ত অনেক কিছুই মনে রাখবে না। কিন্তু তাজকে কোনদিন ভুলব না। তিনি যেখানেই থাকুন, যে দেশেই থাকুন, আমরা তাকে ভাল বাসব। তবু একটি কথা বলতে চাই, লড়াইয়ের মাঠ ছেড়ে দেওয়া কোন বীরের কাজ নয়। আপনার পিতা সেটা করেননি। আপনি ফিরে আসুন।