এ কেমন সম-অধিকারের আন্দোলন? এতো দেখছি, আদিম যুগে ফিরে যাবার প্রচেষ্টা!!!

রাজিব রাজ
Published : 27 August 2015, 07:10 PM
Updated : 27 August 2015, 07:10 PM

চলতি সপ্তাহে নিউইয়র্ক সিটিসহ বিশ্বের ৬০টি শহরের মেয়েরা ফ্রি দ্যা নিপলস (স্তনবৃন্ত মুক্ত করো) শ্লোগানে অর্ধ-নগ্ন অবস্থায় রাস্তায় নেমেছে। শুধুমাত্র ম্যানহ্যাটনেই নাকি প্রায় ৩০০ এর বেশি মেয়ে উদাম গায়ে রাস্তায় বের হয়ে তাদের দাবি তুলে ধরে। তাদের মতে, পুরুষশাসিত এই বিশ্বে লিঙ্গ সমতা আনাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। সব দেশের ছেলেরা যখন প্রকাশ্যে খালি গায়ে চলাফেরা করতে পারে, তবে মেয়েরা কেন পারবে না। মেয়েদেরও সেই অধিকার দিতে হবে। সকল পুরুষের মতো তারাও যেন স্বাধীনভাবে খালি গায়ে চলাফেরা করতে পারে।

আন্দোলনের রুপ যখন নগ্নতায়, তখন বিস্ময়ে হতবাক না হয়ে যাই কোথায়!!!

নারীদের অধিকার রক্ষার অনেক আন্দোলনের কথা শুনেছি, কিন্তু এরুপ আন্দোলনের চিত্র দেখে আমার গায়ের লোম রীতিমত শিউরে ওঠার মতো!!! সময়ের কালক্রমে বিশ্বে যখন আধুনিকতার ছোঁয়া, সেখানে দেখছি আন্দোলনের নামে আদিম যুগে ফিরে যাবার প্রচেস্টা।

মেয়েরা আধুনিক হওয়ার নামে জামা-কাপড়ের সাইজ ছোট করতে করতে আজ এতটাই আধুনিক হয়েছে যে, এখন দেখছি পুরুষের সম-অধিকার পাওয়ার লক্ষ্যে নগ্ন হতেও কুণ্ঠিত নন তারা।