গোলাম আযমের নাকি ফাঁসি হয়েছে :?:

আধারের বাসিন্দা
Published : 21 Feb 2012, 05:54 AM
Updated : 21 Feb 2012, 05:54 AM

গতরাতে স্বপ্ন দেখলাম, জাতীয় নির্বাচনের বাকি মাত্র সাত দিন । রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তাল । শিবিরের হাতে মারা গেছে একজন আওয়ামীলীগের কর্মী । আর যায় কোথায়, দেশে শুরু হল চিরুনি অভিযান । মহা ক্ষ্যাপা শিবিরের সব ঢুকেছে গর্তের ভিতর । এই সুযোগে বিচার বহির্ভূত ভাবে দেয়া হল গোলাম আযমের ফাসি । পরদিন বিশাল মিডিয়া কভারেজ, আওয়ামীলীগ বললো আমরা শীর্ষ যুদ্ধ-অপরাধীর বিচার করেছি এবং আমাদের নির্বাচনী অঙ্গীকার পালন করেছি । আমাদের আবার সুযোগ দিন, আমরা বাকি চুনোপুঁটি যুদ্ধ-অপরাধীদের বিচার করে দেশে শান্তি আনয়ন করব ।

গোলাম আযমের ফাঁসির পরদিন জামাতি সমর্থকরা চালালো দেশব্যাপী ধ্বংসযজ্ঞ । পরদিন মিডিয়া জামাতীদের দিল চরম পচানী আর সুশীলদের কলাম আসলো, জামায়াতে ইসলামী বহিস্কারের দাবি নিয়ে ।

এর কিছুক্ষণ পরই মোবাইল এ এলার্ম বেজে উঠল, এত সুন্দর স্বপ্নটাও ভেঙে গেল ।

স্বপ্নটা সত্যি হলে, দেশে শুধু শান্তির সুবাতাস বইবে । আপনার কী বলেন? 😆 😆 😆