Maher Zain | এক কিংবদন্তী মুসলিম গায়ক

আধারের বাসিন্দা
Published : 24 March 2012, 04:30 AM
Updated : 24 March 2012, 04:30 AM

1981 সালের 16 মার্চ লেবাননে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তী । তার বয়স যখন 8(আট) তখন সপরিবারে সুইডেনে স্থানান্তরিত হন । গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর সঙ্গীত জগতে প্রবেশ করেন । এই সময় পরিচিত হন নদির খায়াতের সঙ্গে তারপর নদির খায়াতের সাথে চলে যান আমেরিকায় এবং কাজ করেন সঙ্গীত প্রযোজনায় । পরবর্তীতে সুইডেনে ফিরে এলে আসক্ত হন ইসলাম ধর্মের প্রতি এবং সঙ্গীত প্রযোজনা ছেড়ে নিজেই গান লিখা ও গাওয়া শুরু করেন ।

2009 সালের দিকে কাজ শুরু করেন Awakening Records নামক ইসলামী সঙ্গীত প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে । এই প্রতিষ্ঠানের থেকে 13 টি গান সম্বলিত "Thank You Allah" নামক একটি এলবাম প্রকাশিত হয় । এলবামটির প্রতিটি গানই ঝড় তুলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানে । 2010 ও 2011 দুই বছরই এই এলবামটি মালোশিয়ায় সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ে ।

তার "Thank You Allah"এলবামের সবগুলো গান নিয়েই আমার এই পোস্ট । আশা করি প্রতিটি গানই আপনাদের ভাল লাগবে ।

ধন্যবাদ সবাইকে ।