’সর্বনিম্ন ভাড়া ৫ টাকা’ কতটুকু যৌক্তিক?

রাকীব আহমেদ
Published : 4 August 2015, 06:26 PM
Updated : 4 August 2015, 06:26 PM

ঢাকায় ৬ নং বাসে বিগত ৮ মাস হল একটি ঘোষণা বীরদর্পে জানালার কাঁচের সাথে সেঁটে দেয়া হয়েছে- "৬ নং বাসে চলাচলরত সন্মানিত যাত্রী ভাইদের জানানো যাচ্ছে যে ১লা জানুয়ারী ২০১৫ তারিখ থেকে সর্বনিম্ন ভাড়া ৫ টাকাধন্যবাদান্তে কর্তৃপক্ষ।"

উল্লেখ্য যে গুলশান ১ থেকে মহাখালি পর্যন্ত ভাড়া ছিল ৩ টাকা। উক্ত ঘোষণার ফলে তা ৫ টাকা হয়ে গেল। অবাক হই এই ভেবে যে, কী উপলক্ষ্যে এই ভাড়া বৃদ্ধি? "ধন্যবাদান্তে কর্তৃপক্ষ" কর্তৃক যে ঘোষণা দেয়া হয়েছে তাতে বিআরটিএ -এর কোন সিল বা দস্তখতও নাই। আমার জানামতে ভাড়া বৃদ্ধির কোন ঘোষণা বিআরটিএ  কর্তৃক  আসেনি।  বিষয়টি যদি এরূপই হয়, তবে এই ভাড়া বৃদ্ধির নতুন পদ্ধতি (সর্বনিম্ন ভাড়া ) কতটা যৌক্তিক এবং বৈধ? সেই সাথে ৮ মাসে যথাযথ বিভাগের নজরে বিষয়টি আসা উচিৎ ছিল নাকি?