
ঢাকায় ৬ নং বাসে বিগত ৮ মাস হল একটি ঘোষণা বীরদর্পে জানালার কাঁচের সাথে সেঁটে দেয়া হয়েছে- “৬ নং বাসে চলাচলরত সন্মানিত যাত্রী ভাইদের জানানো যাচ্ছে যে ১লা জানুয়ারী ২০১৫ তারিখ থেকে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। ধন্যবাদান্তে কর্তৃপক্ষ।”
উল্লেখ্য যে গুলশান ১ থেকে মহাখালি পর্যন্ত ভাড়া ছিল ৩ টাকা। উক্ত ঘোষণার ফলে তা ৫ টাকা হয়ে গেল। অবাক হই এই ভেবে যে, কী উপলক্ষ্যে এই ভাড়া বৃদ্ধি? “ধন্যবাদান্তে কর্তৃপক্ষ” কর্তৃক যে ঘোষণা দেয়া হয়েছে তাতে বিআরটিএ -এর কোন সিল বা দস্তখতও নাই। আমার জানামতে ভাড়া বৃদ্ধির কোন ঘোষণা বিআরটিএ কর্তৃক আসেনি। বিষয়টি যদি এরূপই হয়, তবে এই ভাড়া বৃদ্ধির নতুন পদ্ধতি (সর্বনিম্ন ভাড়া ) কতটা যৌক্তিক এবং বৈধ? সেই সাথে ৮ মাসে যথাযথ বিভাগের নজরে বিষয়টি আসা উচিৎ ছিল নাকি?
এলডোরাডো বলেছেনঃ
অযৌক্তিক কিছু নয়। চীনে যে কোন শহরের পাবলিক বাসে অর্থাৎ টাউন সার্ভিসে উঠলেই আপনাকে একটা সর্বনিম্ন ভাড়া গুনতে হবে। সেটা এখন সম্ভবত ২ ইউয়ান। এটাই আবার সর্বোচ্চ ভাড়া। অর্থাৎ যেখানেই নামুম না কেন, একবার বাসে উঠলেই আপনাকে ২ ইউয়ান দিতে হবে। বলাই বাহুল্য যে অধিকাংশ বাসেই আজকাল আর কন্ডাক্টর প্রথা নেই। ড্রাইভারের পেছনে একটা বাক্স আছে, সবাই বাসে উঠে সেখানে নিজে থেকে ভাড়া দিয়ে দিচ্ছেন। আমি কাউকে ফাঁকি দিতে দেখিনি। আর আমাদের এখানে নিত্য হাংগামা লেগেই আছে। কেউ বেশী ভাড়ার অযুহাতে, কেউ ছাত্র, কারও কাছে ভাংতি নেই, আবার কেউ এই পরিচয় তো সেই পরিচয়ে এবং অনেকে ভাড়ার টাকা নেই এই অযুহাতে বাসে উঠেই এক প্রকার যুদ্ধ শুরু করে দেন।