স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস

রাসু
Published : 14 Feb 2012, 07:29 AM
Updated : 14 Feb 2012, 07:29 AM

১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শিক্ষা ভবন অভিমুখে মিছিলে পুলিশের গুলি এবং টিয়ার সেলে নিহত হয় জাফর, জয়নাল,দিপালী সাহা। আহত হয় শত শত ছাত্র জনতা।এর পর থেকে ১৪ফেব্র"য়ারি পালিত হয় " স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস"। রক্তের স্রোতধারায় অর্জিত এ দিবস আমরা ভুলতে পারিনা।………….