বার-বি-কিউ আর রাজনীতি

শাকিল খান
Published : 19 Jan 2015, 12:31 PM
Updated : 19 Jan 2015, 12:31 PM

সেইদিন বাসায় বার-বি কিউ করলাম।মুরগী-গরু দুইটাই ছিল,সেই ব্যাপার স্যাপার।ছাদের উপর সারা রাত আড্ডা আর খাওয়া দাওয়া।এক বন্ধু বলল এত রাতের বেলা গোসত পুড়তেছি জীন ভূত না আবার আইসা পড়ে।সবাই হাসতে হাসতে বললাম জীন ভূত আসব ঠিকই কিন্তু গোসত খাইতে না, তোমারে দেখতে। আইসা তোমারে ওদের নিজ জাতি হিসাবে নিয়া যাইব। এইগুলো কয়েক দিন আগের কথা।

কয়েকদিন ধরে রাস্তা-ঘাটে যে হারে মানুষ মারা হচ্ছে, পোড়ানো হচ্ছে অথছ কাউকেই ধরা যাচ্ছে না।কারো কোন হদিস নাই। সব বাতাসে হচ্ছে আবার বাতাসে মিলিয়ে যাচ্ছে।মাঝখানে কিছু অভাগা লোকজন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে আর হাসপাতালে শুয়ে-বসে কাতরাচ্ছে। কতগুলো পরিবার পথে বসে যাচ্ছে। ব্যাপারটা আসলে কি?
এর পিছনে সরকারি লোকজনের ও নাকি হাত-পা নাই আবার বিরোধী দলের ও হাত-পা ও নাই। আর আমরা যারা আম-জনতা তারা তো বিশাল সমস্যায় আছি, বার-বি-কিউ হচ্ছি। এখন তো মনে হচ্ছে এর পিছনে অন্য কেউ দায়ী,অশরীরি কোন কিছু।তাহলে কি জীন ভূতেরাই এর জন্য দায়ী?(জীন ভূত বলে বাস্তবে কিছু নাই)।