“ডিজিটাল ভালোবাসা”

রানা নাসীর
Published : 28 Feb 2012, 02:36 PM
Updated : 28 Feb 2012, 02:36 PM

এখন তো আর চিঠির জন্য অপেক্ষা করতে হয়না.এখন ডিজিটাল যুগ তাইনা। ফেসবুক, টুইটার,ইয়াহু মেসেঙ্গের,মোবাইল এসএমএস আরও কত্ত কী আছে,শুধু ভালোবাসার জন্য.এইটা কে কী ভালোবাসা বলা যাই,নাকি ভালোবাসা নামক ভাইরাস???আমার পরিচিত ১জন আছে, তার নাম উল্লেখ করছিনা। তার সাথে ১জন'র গভীর ভালোবাসা, 2জন এ ফেসবুক এ পরিচয় হয়েছিল,প্রথম এ বন্ধু,পরে ভালোবাসার মানুষ,আহা!!! বড়ই মধুর এই ভালোবাসা.আগে যেখানে 1টা চিঠির জন্য অনেক দিন অপেক্ষা করতে হতো আর আজ সেটা তেমন বেপার ও না,আমরা অনেক পরিবর্তন হয়েছি তাইনা!!! এইটা কে কী পরিবর্তন বলা যাই??আসলে আমরা কোন দিকে যাচ্ছি,1দিকে আমরা আমাদের ভাষা কে ভুলে যাচ্ছি আর অন্য দিকে আমরা ভালোবাসার নামে ভালোবাসা কে হারিয়ে ফেলছি.তাহলে আমরা কী পরিবর্তন হয়েছি???যখন অফিস'র কাজ সেরে বাসায় যাই একটু টেলিভিশনে দেখি তখন মনে হয় এই চ্যানেল গুলো আমাদের বাংলা চ্যানেল না.কারণ যত সব ফালতু অনুষ্ঠান হয়,এইতো কিছুদিন আগে আরটিভি তে হিন্দী অনুষ্ঠান প্রচার হচ্ছে,তাহলে আমরা কী বুঝতেছি এর মধ্যে থেকে??সবার কাছে 1টি অনুরোধ আমরা যেন এই রকম ফালতু অনুষ্ঠান,ফালতু সংস্কৃতি কে এড়িয়ে চলি.আসুন না সবাই মিলে নিজের দেশ কে নিজের পরিবার'র মত ভালবাসি.সবাই ভাল থাকবেন এই কামনা করি.পরিশেষে সালাম রইল,আল্লাহ হাফেজ